শিল্পমন্ত্রীকে ঘেরাও করে আরামবাগে বিক্ষোভ তৃণমূলীদের

ব্লক সম্মেলনে যোগদানের প্রতিনিধি কার্ড না-পাওয়ায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন শাসকদল তৃণমূল কংগ্রেসের একদল নেতা-কর্মী। রবিবার হুগলির আরামবাগের রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলন চলছিল। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জেলার একাধিক বিধায়ক।

Updated By: Mar 4, 2012, 05:59 PM IST

ব্লক সম্মেলনে যোগদানের প্রতিনিধি কার্ড না-পাওয়ায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন শাসকদল তৃণমূল কংগ্রেসের একদল নেতা-কর্মী। রবিবার হুগলির আরামবাগের রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলন চলছিল। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জেলার একাধিক বিধায়ক। সেই সময় রবীন্দ্রভবনের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন দলের একাংশের নেতা-কর্মী। প্রতিনিধি কার্ড না-মেলায় রবীন্দ্রভবনের মেইন গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। শুরু হয় ধস্তাধস্তি, বিশৃঙ্খলা। তখনকার মতো পুলিস এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। এরপর সম্মেলন শেষে শিল্পমন্ত্রী বেরোলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা। 

.