কুকথাকাণ্ডে জামিন পেয়ে গেলেন তাপস পাল

চৌমহায় কুকথাকাণ্ডে জামিন পেলেন তাপস পাল। দীর্ঘ পাঁচ ঘণ্টার শুনানির পর পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তৃণমূলের অভিনেতা-সাংসদের জামিন মঞ্জুর করল আদালত। আজ সকালে কৃষ্ণনগর আদালতে আত্মসমর্পণ করেন তাপস পাল।

Updated By: Jun 29, 2015, 04:34 PM IST
কুকথাকাণ্ডে জামিন পেয়ে গেলেন তাপস পাল

ওয়েব ডেস্ক: চৌমহায় কুকথাকাণ্ডে জামিন পেলেন তাপস পাল। দীর্ঘ পাঁচ ঘণ্টার শুনানির পর পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তৃণমূলের অভিনেতা-সাংসদের জামিন মঞ্জুর করল আদালত। আজ সকালে কৃষ্ণনগর আদালতে আত্মসমর্পণ করেন তাপস পাল।

২০১৪ সালের জুন মাসে নদিয়ার চৌমহায় দলীয় সভায় অশালীন মন্তব্য করেন তাপস পাল। তৃণমূলের সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায়  মামলা দায়ের হয়। কিন্তু, তারপরও তাপস পালকে গ্রেফতার করেনি পুলিস। সেই মামলাতেই আজ আদালতে আত্মসমর্পন করেন তৃণমূল সাংসদ। তারপরই তৃণমূল সাংসদের জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর আদালত।

গত বছর ১৪ জুন চৌমাহা গ্রামে চরম বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল সাংসদ তাপস পাল। শুধু বিরোধীদের গুলি করে মারার হুমকিতেই থেমে থাকেননি তিনি। ছেলেদের দিয়ে 'রেপ' করার হুমকিও দিয়েছিলেন।

অন্যদিকে, পুলিসকে বোমা মারার হুমকি দিয়েও জামিন পেয়ে গেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাতই জুলাই তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় সিউড়ি আদালত। দু-হাজার তেরোর জুলাইয়ে পঞ্চায়েত ভোটের সময় পাড়ুইয়ে পুলিসকে বোমা মারার হুমকি দেন অনুব্রত। পুলিস তাঁর বিরুদ্ধে তিনটি লঘু ধারায় মামলা দায়ের করে। যার মধ্যে একটি ধারা ছিল জামিন-অযোগ্য। সাতই জুলাইয়ের আগেই আজ গোপনে সিউড়ি আদালতে হাজিরা দেন অনুব্রত। CJM ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।  

.