প্রদেশ কংগ্রেসের বাধায় হয়নি জোট, অভিযোগ শুভেন্দুর

কংগ্রেসের সঙ্গে জোট করতে প্রস্তুত ছিল তৃণমূল কংগ্রেস। জোট করেনি কংগ্রেসই। হলদিয়া এবং পাঁশকুড়া পুরসভার নির্বাচনের আগে এমন অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীর।

Updated By: May 14, 2012, 09:58 AM IST

কংগ্রেসের সঙ্গে জোট করতে প্রস্তুত ছিল তৃণমূল কংগ্রেস। জোট করেনি কংগ্রেসই। হলদিয়া এবং পাঁশকুড়া পুরসভার নির্বাচনের আগে এমন অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীর। হলদিয়ায় এক প্রচার সভায় এই অভিযোগ তুলে তাঁর বক্তব্য, পূর্ব মেদিনীপুরের জেলা কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের সঙ্গে জোটে রাজি থাকলেও, প্রদেশ নেতৃত্বের আপত্তিতেই জোট হয়নি। অন্যদিকে হলদিয়া পুরসভা নির্বাচনে সতের নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীর পোস্টার এবং ফেস্টুন ছেঁড়ার ঘটনায় রবিবার উত্তেজনা ছড়ায়। সিপিআইএমের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে।

.