রাজ্য জুড়ে আইন অমান্যর ডাক সূর্যর

দুই বাম বিধায়কের ওপর শাসকদলের আক্রমণ নিয়ে গত কয়েকদিন উত্তাল ছিল বিধানসভা। এবার সেই ঘটনার জের নেমে এল রাজনীতির ময়দানেও। আজ নদিয়ার কৃষ্ণনগরে এক জনসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, "আইন মানছে না রাজ্য সরকার। তাই বিরোধীরা সর্বত্র সরকারের বিরুদ্ধে আইন অমান্যে নামবে।"

Updated By: Dec 15, 2012, 10:53 PM IST

দুই বাম বিধায়কের ওপর শাসকদলের আক্রমণ নিয়ে গত কয়েকদিন উত্তাল ছিল বিধানসভা। এবার সেই ঘটনার জের নেমে এল রাজনীতির ময়দানেও। আজ নদিয়ার কৃষ্ণনগরে এক জনসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, "আইন মানছে না রাজ্য সরকার। তাই বিরোধীরা সর্বত্র সরকারের বিরুদ্ধে আইন অমান্যে নামবে।"
শনিবার কৃষ্ণনগরে দলের এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পঞ্চায়েত নির্বাচনের আগে, সরকারের বিরুদ্ধে দলীয় কর্মীদের সর্বাত্মক আন্দোলনে নামার নির্দেশ দিলেন তিনি। দুর্নীতির অভিযোগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তোলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, শিক্ষক থেকে পুলিস সব নিয়োগেই তোলাবাজি করছে শাসকদল।
 পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে সব জেলাতেই বড় সমাবেশের কর্মসূচি নিয়েছে সিপিআইএম। ভিড়ের নিরিখে শনিবারের নদিয়া জেলার সমাবেশ নিশ্চিতভাবেই চাঙ্গা করবে প্রধান বিরোধী দলের নেতাকর্মীদের।

.