প্রার্থী হচ্ছেন না সুভাষ ঘিসিং, পাহাড়ে জানিয়ে দিলেন জিএনএলএফ সুপ্রিমো
দার্জিলিঙে এ বার টানটান লড়াই হতে চলেছে তৃণমূল, বিজেপি, বাম এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে। তার মধ্যে সুবাস ঘিসিংয়ের প্রার্থীপদ নিয়ে জল্পনা বাড়ছে। জিএনএলএফ-সুপ্রিমো এখনও এ নিয়ে স্পষ্ট কিছু জানাননি। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। ভোটের মুখে ফের পাহাড়ে পা রাখলেন জিএনএলএফ-সুপ্রিমো সুবাস ঘিসিং। দিন দুয়েক আগে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করার পর পাহাড়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।
দার্জিলিঙে এ বার টানটান লড়াই হতে চলেছে তৃণমূল, বিজেপি, বাম এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে। তার মধ্যে সুবাস ঘিসিংয়ের প্রার্থীপদ নিয়ে জল্পনা বাড়ছে। জিএনএলএফ-সুপ্রিমো এখনও এ নিয়ে স্পষ্ট কিছু জানাননি। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। ভোটের মুখে ফের পাহাড়ে পা রাখলেন জিএনএলএফ-সুপ্রিমো সুবাস ঘিসিং। দিন দুয়েক আগে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করার পর পাহাড়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।
বুধবার সকাল থেকেই তাঁর মাটিগাড়ার বাড়িতে ভিড় করেন দলীয় কর্মী-সমর্থকরা। তারপর বেলা সাড়ে বারোটার দিকে রওনা হয়ে যান দার্জিলিঙের পথে। যাওয়ার আগে জানিয়ে গেলেন, তাঁদের ভোটব্যাঙ্কের দিকে নজর রাখছে তৃণমূল, কংগ্রেস এমনকী সিপিআইএম-ও।
দার্জিলিং যাওয়ার সময় সুকনা, রোহিনী, কার্সিয়ংয়ে পথের দুপাশে তাঁকে স্বাগত জানান অসংখ্য সমর্থক-অনুরাগী। বিকেলের দিকে দার্জিলিং পৌছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘিসিং জানিয়ে দেন, সামনের নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। তবে কোন দলকে জিএনএলএফ সমর্থন করবে, তা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যেই তৃণমূল, কংগ্রেস, বিজেপি এবং বাম প্রার্থীর মধ্যে এ বার হাড্ডাহাড্ডি লড়াই। তার মধ্যে পাহাড়ের রাজনীতিতে আচমকা ঘিসিংয়ের প্রবেশ, হিমেল হাওয়ায় নতুন করে উত্তাপ সঞ্চার করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।