তল্লাসির পর ব্যাগ থেকে উদ্ধার তিনটে কোবরা সাপ

তল্লাশির জন্য খোলা হয়েছিল ব্যাগ, আর ব্যাগ খুলে দেখা গেল আস্ত তিনটে কেউটে ফোনা তুলে দাঁড়িয়ে। এমনই ঘটনা ঘটল জলপাইগুড়িতে। অভিযান চালিয়ে জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে চার পাচারকারীকে ধরে ফেলল বন দফতর। পাচারকারীদের থেকে উদ্ধার হয়েছে তিনটি কোবরা সাপ। দুটো বিষের কন্টেনার। পঁচিশ এম এল ভেনাম এবং একটি বাইক।

Updated By: Jan 8, 2015, 09:06 PM IST
তল্লাসির পর ব্যাগ থেকে উদ্ধার তিনটে কোবরা সাপ

ওয়েব ডেস্ক: তল্লাসির জন্য খোলা হয়েছিল ব্যাগ, আর ব্যাগ খুলে দেখা গেল আস্ত তিনটে কেউটে ফোনা তুলে দাঁড়িয়ে। এমনই ঘটনা ঘটল জলপাইগুড়িতে। অভিযান চালিয়ে জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে চার পাচারকারীকে ধরে ফেলল বন দফতর। পাচারকারীদের থেকে উদ্ধার হয়েছে তিনটি কোবরা সাপ। দুটো বিষের কন্টেনার। পঁচিশ এম এল ভেনাম এবং একটি বাইক।

গতরাতে একত্রিশ নম্বর জাতীয় সড়কে পাচারকারীদের কাছে নিজেদের ক্রেতা বলে পরিচয় দেন বন কর্তারা। ছয় লক্ষ টাকার টোপ দিয়ে নেপালের বাসিন্দা বলাতেই পাচারকারীরাও সাপ আর বিষ দিতে রাজি হয়ে যায়। এরপরই তাদের হাতে নাতে ধরে ফেলেন বন দফতরের কর্তারা।

Tags:
.