আদালতের নির্দেশে পারুই কাণ্ডের তদন্ত শুরু সিট-এর

আদালতের নির্দেশে পারুই কাণ্ডের তদন্ত শুরু করল সিট।বীরভূমে গিয়ে নিহত সাগর ঘোষের স্ত্রী ও তাঁর পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তককারী অফিসারেরা। নিহতের ছেলে হৃদয় ঘোষের অভিযোগ, তাঁর বক্তব্য শুনতে চাননি সিটের অফিসারেরার।

Updated By: Feb 15, 2014, 10:58 PM IST

আদালতের নির্দেশে পারুই কাণ্ডের তদন্ত শুরু করল সিট।বীরভূমে গিয়ে নিহত সাগর ঘোষের স্ত্রী ও তাঁর পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তককারী অফিসারেরা। নিহতের ছেলে হৃদয় ঘোষের অভিযোগ, তাঁর বক্তব্য শুনতে চাননি সিটের অফিসারেরার।

২১ জুলাই পঞ্চায়েত ভোটের আগের দিন পারুইয়ে গুলিবিদ্ধ হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। দুদিন পর তেইশে জুলাই হাসপাতালে মারা যান তিনি। খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নাম। সিআইডি ঘটনার তদন্ত করলেও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। শেষ পর্যন্ত রাজ্য পুলিসের ডিজির নেতৃত্বে পাঁচ সদস্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গড়ে দেয় আদালত। সেই অনুযায়ী শনিবার সন্ধ্যায় বাঁধ-নবগ্রামে আসেন সিটের অফিসারেরা। সাগর ঘোষের স্ত্রী ও তাঁর পুত্রবধূকে সেদিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করা হয় পারুই থানার দুই পুলিস আধিকারিকের বিরুদ্ধে তোলা হৃদয় ঘোষের অভিযোগ নিয়েও। সিটের আধিকারিকরা বাঁধনবগ্রামে সাগর ঘোষের বাড়ির ছবিও তোলেন। তবে হৃদয় ঘোষ সিটের কাছে নিজের বক্তব্য জানাতে এলেও তা শোনা হয়নি বলে অভিযোগ।

আদালতের নির্দেশ মোতাবেক হাইকোর্টে দু সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। সেইসঙ্গে পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিস কী ব্যবস্থা নিয়েছে, তাও জানাতে হবে আদালতকে।

.