মারা গেলেন শিলিগুড়ি পুরসভার নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষ

এবার কোন পথে শিলিগুড়ির অশোক মডেল? প্রশ্নের মুখে এসে দাঁড়াল শিলিগুড়ি পুরসভায় বামেদের সংখ্যা গরিষ্ঠতা। ৪৭ আসনের শিলিগুড়ি পুরসভায় ম্যাজিক ফিগার ২৪। ভোটে বামেরা পেয়েছিল ২৩টি আসন। নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে বোর্ড গড়েন মেয়র অশোক ভট্টাচার্য। তবে গত মাসের শেষেই ফাটল ধরে অশোক-দূর্গে। শিবির বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যান ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর দূর্গা সিং। আর এবার সেই দুর্গে আরও বড় ধাক্কা। আজ সকালেই মৃত্যু হল নির্দল কাউন্সিলর  অরবিন্দ ঘোষ। তিনিই ছিলেন এই ম্যাজিক ফিগারের ম্যাজিক ম্যান।

Updated By: Sep 18, 2016, 10:44 AM IST
মারা গেলেন শিলিগুড়ি পুরসভার নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষ

ওয়েব ডেস্ক : এবার কোন পথে শিলিগুড়ির অশোক মডেল? প্রশ্নের মুখে এসে দাঁড়াল শিলিগুড়ি পুরসভায় বামেদের সংখ্যা গরিষ্ঠতা। ৪৭ আসনের শিলিগুড়ি পুরসভায় ম্যাজিক ফিগার ২৪। ভোটে বামেরা পেয়েছিল ২৩টি আসন। নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে বোর্ড গড়েন মেয়র অশোক ভট্টাচার্য। তবে গত মাসের শেষেই ফাটল ধরে অশোক-দূর্গে। শিবির বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যান ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর দূর্গা সিং। আর এবার সেই দুর্গে আরও বড় ধাক্কা। আজ সকালেই মৃত্যু হল নির্দল কাউন্সিলর  অরবিন্দ ঘোষ। তিনিই ছিলেন এই ম্যাজিক ফিগারের ম্যাজিক ম্যান।

আরও পড়ুন- পানীয় জলের সমস্যায় শিলিগুড়ির মেয়রকে ফের কাঠগড়ায় তুললেন তৃণমূল কাউন্সিলররা

অর্থাত্‍, ২০১৫-র পুরসভা নির্বাচনের পর তাঁর সমর্থম নিয়েই শিলিগুড়িতে বোর্ড গড়ে বামেরা। এবার তাঁর মৃত্যুতে দেখা দিল অনিশ্চয়তা। গত মাসে ফরওয়ার্ড ব্লক কাউন্সিলরের দল ছাড়ার পর বামেদের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ২৩-এ। তবুও তা বোর্ড ধরে রাখার জন্য সমস্যা তৈরি করেনি। তবে, এবার অরবিন্দ ঘোষের মৃত্যুর পর বোর্ডে বামেরা সংখ্যা কমে দাঁড়াল ২২। এদিকে, বর্তমানে বোর্ডে তৃণমূল কংগ্রেসের সদস্যস সংখ্যা ১৬। পুর নিগমে এখনও কংগ্রেসের ৪ ও বিজেপির ১ জন কাউন্সিলর আছেন। এবার দেখার কোন পথে যায় শিলিগুড়ি পুরসভার রাশ। সেই সঙ্গে রাজ্যে বহু কথিত অশোক মডেলও কতটা কাজ করে এবার এখন সেই দেখার। 

.