আসানসোলেও অটোচালকদের দাদাগিরির অভিযোগ, আহত ১

কলকাতার পর এবার জেলা থেকেও অটোচালকদের দাদাগিরির অভিযোগ উঠল। আসানসোলের ঘটনা। দেরিতে তেল দেওয়ার অভিযোগ তুলে পেট্রলপাম্প কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় পুলিস একজনকে গ্রেফতার করেছে।

Updated By: Sep 18, 2016, 10:16 AM IST
আসানসোলেও অটোচালকদের দাদাগিরির অভিযোগ, আহত ১
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : কলকাতার পর এবার জেলা থেকেও অটোচালকদের দাদাগিরির অভিযোগ উঠল। আসানসোলের ঘটনা। দেরিতে তেল দেওয়ার অভিযোগ তুলে পেট্রলপাম্প কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় পুলিস একজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন- স্ত্রীকে খুন করে বাড়ির ভিতর মাটিতে পুঁতে দিল স্বামী

জানা গেছে, আসানসোলের জুবিলি মোড়ের ঘটনা। পাম্প কর্মীদের অভিযোগ, এই অটো চালকরা মদ্যপ ছিল। পাম্পে ঢুকে তেল নিতে যান তারা। এরপরই সেখানে হঠাত্‍ই পাম্পের এক কর্মীকে মারধর শুরু করে দেয়। তাঁর মাথাও ফাঁটিয়ে দেওয়া হয়। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে একজনকে ধরে পুলিসের হাতে তুলেও দেন পাম্পের কর্মীরা। আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আতঙ্ক কাটছে না। জাতীয় সড়ক সংলগ্ন ওই পেট্রল পাম্প বন্ধ রাখা হয়।

.