কেএলও জঙ্গি ধৃত
কেএলও সুপ্রিমো জীবন সিংহের ঘনিষ্ঠ দুই কেএলও জঙ্গিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিস। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ধরা পড়ে সুদীপ সরকার ওরফে পিন্টু বড়ুয়া নামে এক কেএলও জঙ্গি। তাঁকে জেরা করে পরে শিলিগুড়ির খড়িবাড়ি থেকে ধরা হয় কাচালু সিংহ নামে এক লিঙ্কম্যানকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আজ বিকেলে দুজনকেই গ্রেফতার করে পুলিস। ধৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।
কেএলও সুপ্রিমো জীবন সিংহের ঘনিষ্ঠ দুই কেএলও জঙ্গিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিস। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ধরা পড়ে সুদীপ সরকার ওরফে পিন্টু বড়ুয়া নামে এক কেএলও জঙ্গি। তাঁকে জেরা করে পরে শিলিগুড়ির খড়িবাড়ি থেকে ধরা হয় কাচালু সিংহ নামে এক লিঙ্কম্যানকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আজ বিকেলে দুজনকেই গ্রেফতার করে পুলিস। ধৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, পাঁচটি ভাষায় পারদর্শী ও কম্পিউটার প্রশিক্ষিত সুদীপ সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায়। তাঁর মাধ্যমেই উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির সঙ্গে উত্তরবঙ্গে কেলএলও-র যোগাযোগ রক্ষা করা হচ্ছিল। মায়ানমারে চলে যাওয়ার পরিকল্পনা ছিল ওই জঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাকে ধরে ফেলে। ধৃতদের আগামিকাল আদালতে তোলা হবে।