চা-শ্রমিকদের নিয়ে মাথাব্যাথা নেই রাজ্য সরকারের: শ্যামল চক্রবর্তী

রাজ্য সরকারের উদাসীনতায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের চা-শ্রমিকেরা। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন সিআইটিইউ রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। একই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু।

Updated By: May 5, 2012, 03:59 PM IST

রাজ্য সরকারের উদাসীনতায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের চা-শ্রমিকেরা। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন সিআইটিইউ রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। একই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু।
স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে রাজ্যে চা-শ্রমিকের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লক্ষ। আর এই শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নের দিকে তাকিয়েই চা-শ্রমিকদের অধিকার নিয়ে একটি চুক্তি করে বামফ্রন্ট সরকার। সিআইটিইউ নেতৃত্বের অভিযোগ, সেই চুক্তির বাস্তব রূপায়ণে কোনও উদ্যোগই নিচ্ছে না বর্তমান সরকার।
 
সিআইটিইউ রাজ্য সভাপতির অভিযোগ বর্তমান সরকারের উদাসীনতার জেরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন চা-শ্রমিকেরা। জিটিএ চুক্তি বাস্তবায়নের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। পাহাড়ের অশান্তির আঁচ এসে পড়ছে ডুয়ার্সের চা-বাগানগুলিতে। বন্ধ হয়ে গিয়েছে বহু চাবাগান। নিয়মিত বেতন পাচ্ছেন না বহু চা-শ্রমিক। চা-শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দিকেও রাজ্য সরকারের কোনও ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন সিআইটিইউ রাজ্য সভাপতি।

.