সাগরে তলাল চিনা মালনাহী জাহাজ, নিখোঁজ ১৮ নাবিক

সাগরে ডুবে গেল চিনা মালবাহী জাহাজ বিঙ্গো। উদ্ধার করা যায়নি নাবিকদের। চিনা মালবাহী জাহাজ এম ভি বিঙ্গোর এজেন্ট সীমা শিপিং সংস্থা জানিয়েছে, গত বৃহস্পতিবার হলদিয়া বন্দর থেকে রওয়া দেয় আকরিক লোহা বোঝাই ওই জাহাজ। ক্যাপ্টেন সহ মোট ১৮ জন নাবিক জাহাজে রয়েছেন বলে খবর।

Updated By: Oct 13, 2013, 08:27 PM IST

সাগরে ডুবে গেল চিনা মালবাহী জাহাজ বিঙ্গো। উদ্ধার করা যায়নি নাবিকদের। চিনা মালবাহী জাহাজ এম ভি বিঙ্গোর এজেন্ট সীমা শিপিং সংস্থা জানিয়েছে, গত বৃহস্পতিবার হলদিয়া বন্দর থেকে রওয়া দেয় আকরিক লোহা বোঝাই ওই জাহাজ। ক্যাপ্টেন সহ মোট ১৮ জন নাবিক জাহাজে রয়েছেন বলে খবর।
পরে সাগরে বার্জের সাহায্যে আরও আকরিক তোলা হয় জাহাজে। গতকাল দুর্যোগের সময়ই সাগরের কাছে জল ঢুকতে শুরু করে জাহাজে। আজ সকালের দিকে স্যান্ডহেড থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় বিঙ্গো। এরপরেই জাহাজের নাবিকদের খোঁজে তল্লাসি চালায় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ, হোভারক্রাফট এবং কপ্টার। জাহাজটি ঠিক যেখানে ডুবেছে সেই জায়গা চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখনও নিখোঁজদের জীবিত থাকার বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছে না আধিকারিকরা।

 
 

.