পুরনির্বাচনে রানিগঞ্জে মুড়ি-মুরকির মতো বোমাবাজি, পুলিসের সামনেই অবাধ লাঠিযুদ্ধ, চলল গুলি

পুরনির্বাচনে উত্তপ্ত রানিগঞ্জ। চলল গুলি। মুড়ি-মুরকির মতো বোমাবাজি। লাঠি হাতে তাণ্ডব। পুলিসের সামনেই অবাধ লাঠিযুদ্ধ। আঙুল উঁচিয়ে ছবি করতে বাধা। সিপিএমের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মার সিপিএমের।

Updated By: Oct 3, 2015, 02:49 PM IST
পুরনির্বাচনে রানিগঞ্জে মুড়ি-মুরকির মতো বোমাবাজি, পুলিসের সামনেই অবাধ লাঠিযুদ্ধ, চলল গুলি

ওয়েব ডেস্ক: পুরনির্বাচনে উত্তপ্ত রানিগঞ্জ। চলল গুলি। মুড়ি-মুরকির মতো বোমাবাজি। লাঠি হাতে তাণ্ডব। পুলিসের সামনেই অবাধ লাঠিযুদ্ধ। আঙুল উঁচিয়ে ছবি করতে বাধা। সিপিএমের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মার সিপিএমের।

ভোট ময়দান, না রণক্ষেত্র!

নাগাড়ে বোমাবাজি। অবাধে চলল গুলি। ঠুঁটো জগন্নাথ পুলিস। গুলি, বোমা, পুলিস দাঁড়িয়ে দেখছে। আঙুল উঁচিয়ে ছবি তুলতেও বাধা। হাত দেখিয়ে ক্যামেরা বন্ধ করার দাবি। একানব্বই নম্বর ওয়ার্ড। রামকুমার খৈতান ইন্টারন্যাশনাল স্কুল বুথ। লাঠি হাতে তাণ্ডব। এক যুবকের মাথায় পড়ল লাঠি।

সকালে ভোট শুরুর পর থেকেই ওই ওয়ার্ডে ভোট কেন্দ্রের সামনে দুই পক্ষের জমায়েত ছিল। হঠাত্‍ই বচসায় জড়িয়ে পড়েন দুপক্ষের কর্মীরা।  দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। সিপিএমের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে গুলি, বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। এরপরই তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী পৌছলেও কার্যত নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন।

.