ছিটমহল সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগী হবে কেন্দ্র, আশ্বাস রাজনাথের

ছিটমহল সমস্যার সমাধানে দ্রুতই উদ্যোগী হবে কেন্দ্র। কোচবিহারের বালাপুকুরি ছিটমহল পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে আজ একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। আজ দুদিনের সফরে  রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা সাড়ে এগারোটা নাগাদ পৌছন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে যান তিনবিঘা হেলিপ্যাডে। পরিদর্শন করেন করিডর।  বাংলাদেশ সীমান্ত অঞ্চলও ঘুরে দেখেন তিনি। সেখান থেকে বিএসএফের তেরো নম্বর ব্যাটেলিয়ন পরিদর্শন করেন।  

Updated By: Mar 31, 2015, 06:35 PM IST

ওয়েব ডেস্ক: ছিটমহল সমস্যার সমাধানে দ্রুতই উদ্যোগী হবে কেন্দ্র। কোচবিহারের বালাপুকুরি ছিটমহল পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে আজ একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। আজ দুদিনের সফরে  রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা সাড়ে এগারোটা নাগাদ পৌছন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে যান তিনবিঘা হেলিপ্যাডে। পরিদর্শন করেন করিডর।  বাংলাদেশ সীমান্ত অঞ্চলও ঘুরে দেখেন তিনি। সেখান থেকে বিএসএফের তেরো নম্বর ব্যাটেলিয়ন পরিদর্শন করেন।  

তিনবিঘা করিডরে  বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গেও দেখা করেন। সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটে দমদম বিমানবন্দরে পৌছনোর কথা তাঁর। সেখান থেকে সোজা রাজভবনে। বুধবার সকালে যাবেন বনগাঁ। বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। বিকেলে সোজা দমদম বিমানবন্দর। সন্ধে পাঁচটা পঞ্চাশের এয়ার ক্র্যাফটে দিল্লি ফিরে যাবেন রাজনাথ সিং।

.