আলিপুরদুয়ারে শুরু মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ, ভবিষ্যত্‍ নিয়ে প্রশ্ন বিরোধীদের

Updated By: Mar 31, 2015, 01:29 PM IST
আলিপুরদুয়ারে শুরু মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ, ভবিষ্যত্‍ নিয়ে প্রশ্ন বিরোধীদের

মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ শুরু হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। কিন্তু গ্রামীণ এলাকায় এত বড় হাসপাতাল আদৌ বাস্তবায়িত হবে তো? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

ক্ষমতায় আসার পরই বিভিন্ন ব্লক স্তরে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটায় গ্রামীণ হাসপাতাল চত্বরেই নয়া সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার প্রকল্প অনুমোদিত হয়।  সত্তর কোটি টাকা ব্যয়ে সেই হাসপাতাল তৈরির কাজ চলছে পুরোদমে। কিন্তু গ্রামীণ এই এলাকায় এত বিরাট মাপের প্রকল্প স্রেফ আইওয়াশ হবে না তো? সন্দিহান বিরোধীরা। ফালাকাটা গ্রামীণ হাসপাতাল চত্বরে রোগীর ভিড় বড় কম নয়। কিন্তু পরিকাঠামো এখনও বেহাল। হাসপাতালের  পরিষেবাই হোক বা কর্মী আবাসন, অবহেলার ছাপ সর্বত্র। চালু হাসপাতালের সেসব পরিকাঠামো উন্নত না করেই নয়া এই সরকারি ঘোষণা নিয়ে প্রশ্ন উঠছে।

বিরোধীদের এই আশঙ্কায় অবশ্য শাসক দল কান দিতে নারাজ। রাজনৈতিক চাপানউতোর ছাপিয়ে কবে মাথা তুলবে নয়া হাসপাতাল, ফালাকাটাবাসীর নজর এখন সেদিকেই।

 

.