আন্দোলনের পর প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিপর্যস্ত দার্জিলিং

আন্দোলনের পর এবার প্রাকৃতিক বিপর্যয়। একটানা ঝড়বৃষ্টিতে আরও বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর তারপর থেকেই নেই বিদ্যুত্। নেই জল। ঝড়ে উপড়ে গিয়েছে বহু গাছ। আটকে পড়েছে বহু রাস্তা। গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কোনও উদ্যোগই নেই। সবমিলিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং।

Updated By: Aug 20, 2013, 10:38 PM IST

আন্দোলনের পর এবার প্রাকৃতিক বিপর্যয়। একটানা ঝড়বৃষ্টিতে আরও বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর তারপর থেকেই নেই বিদ্যুত্। নেই জল। ঝড়ে উপড়ে গিয়েছে বহু গাছ। আটকে পড়েছে বহু রাস্তা। গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কোনও উদ্যোগই নেই। সবমিলিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং।
বিপর্যস্ত জনজীবন। বিচ্ছিন্ন বিদ্যুত সংযোগ। অন্ধকারে ডুবে রয়েছে পাহাড়।  বিভিন্ন রাস্তায় গাছ উপড়ে আটকে গেছে বহু রাস্তা। ভেঙে পড়েছে বাড়িঘর।
দার্জিলিয়ের লুইসজুগলিতে বাড়ির ওপর গাছ ভেঙে আহত হয়েছেন তিনজন। কোনও কোনও জায়গায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। জায়গায় জায়গায় ধস। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
 
বিদ্যুত্‍ বিপর্যয় মোকাবিলায় কোনও তত্‍পরতা চোখে পড়েনি। শুনশান রাস্তাঘাট। কোথাও কোনও জরুরি পরিষেবারও দেখা মেলেনি।
 
রাজ্য প্রশাসন রাস্তা সারাইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট নয়।  
 
সবমিলিয়ে অচল পাহাড় আরও থমকে গেছে। চরম সঙ্কটে দার্জিলিং।
 

.