বৃষ্টিতে হাবুডুবু হাওড়া, পুরোপুরি বিচ্ছিন্ন দার্জিলিং

একটানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার ৩০টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা। বেশিরভাগ এলাকাতেই জমেছে হাঁটু সমান জল। জল ঢুকে গিয়েছে বাড়ির মধ্যেও। চরম ভোগান্তিতে পড়েছেন এইসব ওয়ার্ডের মানুষজন। জল জমেছে এইচ বিল্ডিংয়ের চারপাশের এলাকাতেও। হাওড়া পুরসভার সংযোজিত এলাকাগুলির অবস্থাও শোচনীয়।

Updated By: Aug 20, 2013, 11:40 AM IST

একটানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার ৩০টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা। বেশিরভাগ এলাকাতেই জমেছে হাঁটু সমান জল। জল ঢুকে গিয়েছে বাড়ির মধ্যেও। চরম ভোগান্তিতে পড়েছেন এইসব ওয়ার্ডের মানুষজন। জল জমেছে এইচ বিল্ডিংয়ের চারপাশের এলাকাতেও।
হাওড়া পুরসভার সংযোজিত এলাকাগুলির অবস্থাও শোচনীয়।
একটানা বৃষ্টির প্রভাব পড়েছে মঙ্গলাহাটের কেনবেচাতেও। এদিকে, লাগাতার বৃষ্টিতে জল জমতে শুরু করেছে হাওড়া রেলওয়ে ইয়ার্ডে। ফলে বেশিরভাগ ট্রেনই দেরিতে চলছে।
এদিক চার ঘণ্টার ঝড়বৃষ্টিতে পুরোপুরি বিচ্ছিন্ন দার্জিলিং। গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর তারপর থেকেই নেই বিদ্যুত্। নেই জল। ঝড়ে উপড়ে গিয়েছে বহু গাছ। আটকে পড়েছে বহু রাস্তা। গাছ সরিয়ে রাস্তা পরিস্কার করার কোনও উদ্যোগই নেই। সবমিলিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং।

Tags:
.