১১ ফুটের অজগর ধরা পড়ল মালবাজারে
Updated By: Sep 13, 2015, 03:28 PM IST
ওয়েব ডেস্ক: 'অ্যাই আ' বড় একটা সাপ, আর তা দেখে রীতিমত আতঙ্ক গোটা এলাকায়। এগারো ফুট লম্বা একটি অজগর উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে। সকালে অজগরটি খোচাবস্তি এলাকার একটি বাড়ির পাশে ঢুকে পড়ে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে যান ওই বাড়ির বাসিন্দারা। অজগরটিকে দেখতে লোকের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বন কর্মীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারঘেরা রেঞ্জের বনকর্মীরা। অজগরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তারঘেরায়। স্বাস্থ্য পরীক্ষার পর অজগরটিকে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা। কী করে এই এলাকায় এত বড় একটা অজগর ঢুকে পড়ল তা এখনও জানা যায়নি।