তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির উপর ১০ দিনের স্থগিতাদেশ

সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে ১০ দিনের স্থগিতাদেশ দিল বারাসত জেলা দায়রা আদালত। কুড়ি তারিখ মামলার পরবর্তী শুনানি। আজও সাংসদের পক্ষেই সওয়াল করেন সরকারি আইনজীবী। আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাত ছাত্রের জামিনের শুনানিতে উপস্থিত হননি সরকারি আইনজীবী। আর প্রসূন ব্যানার্জির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশের মামলায় সরকারি আইনজীবীকে সাংসদের পক্ষেই সওয়াল করলেন।  পর পর দুদিন। সাংসদ বলেই কি এই সওয়াল সরকারি আইনজীবীর?  অভিযোগ অবশ্য মানতে নারাজ  প্রসূন ব্যানার্জির আইনজীবী।

Updated By: Jul 9, 2015, 09:28 PM IST
তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির উপর ১০ দিনের স্থগিতাদেশ

ব্যুরো: সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে ১০ দিনের স্থগিতাদেশ দিল বারাসত জেলা দায়রা আদালত। কুড়ি তারিখ মামলার পরবর্তী শুনানি। আজও সাংসদের পক্ষেই সওয়াল করেন সরকারি আইনজীবী। আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাত ছাত্রের জামিনের শুনানিতে উপস্থিত হননি সরকারি আইনজীবী। আর প্রসূন ব্যানার্জির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশের মামলায় সরকারি আইনজীবীকে সাংসদের পক্ষেই সওয়াল করলেন।  পর পর দুদিন। সাংসদ বলেই কি এই সওয়াল সরকারি আইনজীবীর?  অভিযোগ অবশ্য মানতে নারাজ  প্রসূন ব্যানার্জির আইনজীবী।

চলতি বছরের ১৪ জানুয়ারি তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি ট্রাফিক পুলিসকর্মীকে চড় মারেন বলে অভিযোগ। বিধাননগর এসিজেএম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে সাংসদের বিরুদ্ধে। পরোয়ানায় স্থগিতাদেশের আর্জি জানিয়ে বারাসত জজ কোর্টে আবেদন করেন সাংসদ। বুধবারের মতো বৃহস্পতিবারও  সরকারি আইনজীবীর মন্তব্য, তদন্তকারী অফিসারের সঙ্গে কেউ দুবার দেখা করলে তাঁকে ফেরার বলা যায় না।

এরপরই গ্রেফতারি পরোয়ানায় দশ দিনের স্থগিতাদেশ দেয় আদালত।

২০ তারিখ মামলার পরবর্তী শুনানি।

 

.