ভিন রাজ্যে পাচার হতে চলা `মহামূল্যবান` আলু ভর্তি সাতটি ট্রাক আটক
ভিনরাজ্যে পাচার হওয়ার পথে সাত ট্রাক আলু আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কিন্তু থানায় যাওয়ার বদলে তা পৌঁছে গেল স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। সেখান থেকে আবার সেই আলু বিক্রিও করে দেওয়া হল পুলিসেরই সামনে! এমন কাণ্ড ঘটেছে আসানসোলের কুলটিতে।
ভিনরাজ্যে পাচার হওয়ার পথে সাত ট্রাক আলু আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কিন্তু থানায় যাওয়ার বদলে তা পৌঁছে গেল স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। সেখান থেকে আবার সেই আলু বিক্রিও করে দেওয়া হল পুলিসেরই সামনে! এমন কাণ্ড ঘটেছে আসানসোলের কুলটিতে।
আসানসোল-দুর্গাপুর পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ চৌরঙ্গী মোড়ের কাছে ওই সাতটি আলুবোঝাই ট্রাক আটক করেছিল। সেখান থেকে ট্রাকগুলি সোজা পৌঁছে যায় নিয়ামতপুর তৃণমূল কার্যালয়ে। দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া দাম মেনে তাঁরা ওই আলু বিক্রি করে ঠিক কাজই করছেন। এলাকায় আলুসঙ্কট মেটাতেই এই পদক্ষেপ। কিন্তু কোন যুক্তিতে পাচার হওয়ার পথে আটক আলু দলীয় কার্যালয়ে নিয়ে এসে বিক্রি করল শাসক দল, তা নিয়ে প্রশ্ন উঠছে। চোখের সামনে এই ঘটনা ঘটলেও পুলিস নীরব কেন? কেন ওই ট্রাকগুলি তৃণমূল কার্যালয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল? উঠছে প্রশ্ন।