ভ্যাটিকানের বার্তা নিয়ে রানাঘাটে পোপের দুই প্রতিনিধি ব্যাসিলিওস কার্ডিনাল ক্লিমিস ও ফাদার জোসেফ চিন্নায়ন

রানাঘাটে গেলেন পোপ ফ্রান্সিসের প্রতিনিধিরা। আজই রানাঘাটে গিয়েছেন ভারতে পোপের দুই প্রতিনিধি ব্যাসিলিওস কার্ডিনাল ক্লিমিস এবং ফাদার জোসেফ চিন্নায়ন। আজই নির্যাতিতার সঙ্গে দেখা করবেন তাঁরা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল ভ্যাটিকান সিটি। কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরিজ হাইস্কুলের অন্য সিস্টারদের সঙ্গে কথা বলছেন তাঁরা।  

Updated By: Mar 18, 2015, 11:11 AM IST
ভ্যাটিকানের বার্তা নিয়ে রানাঘাটে  পোপের দুই প্রতিনিধি ব্যাসিলিওস কার্ডিনাল ক্লিমিস ও ফাদার জোসেফ চিন্নায়ন

ওয়েব ডেস্ক:রানাঘাটে গেলেন পোপ ফ্রান্সিসের প্রতিনিধিরা। আজই রানাঘাটে গিয়েছেন ভারতে পোপের দুই প্রতিনিধি ব্যাসিলিওস কার্ডিনাল ক্লিমিস এবং ফাদার জোসেফ চিন্নায়ন। আজই নির্যাতিতার সঙ্গে দেখা করবেন তাঁরা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল ভ্যাটিকান সিটি। কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরিজ হাইস্কুলের অন্য সিস্টারদের সঙ্গে কথা বলছেন তাঁরা।  
রাণাঘাটে দুষ্কৃতীদের বর্বরতার শিকার সত্তোরোর্ধ সন্ন্যাসিনী। ঘটনার ৫ দিন পরেও বেপাত্তা অভিযুক্তরা। সমালোচনার ঝড় বিশ্বজুড়ে। ভারতে বারবার আক্রান্ত চার্চ। রানাঘাটে অত্যাচারের শিকার সন্ন্যাসিনী নিজেই। গোটা ঘটনায়  উদ্বিগ্ন ভ্যাটিকান সিটি। ইতিমধ্যেই রানাঘাটে পৌছেছেন পোপ ফ্রান্সিসের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের  দুই সদস্য আজই দেখা করবেন  নির্যাতিতা নানের সঙ্গে। 

.