Neeraj Chopra: বিয়ে করলেন ভারতের সোনার ছেলে, পাত্রী কে?
Neeraj Chopra: একেবারে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে। আমন্ত্রিত ছিলেন মেরেকেটে পঞ্চাশ জন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন সেই ছবি। পাত্রী টেনিস খেলোয়াড় হিমানি মোর। দুটি অলিম্পিক্সের পদকজয়ী নীরজ বিয়ে করলেন একেবারেই গোপনে। টেরই পায়নি সংবাদমাধ্যম। বিয়ে হল একেবারেই ঘরোয়া ভাবে।
আরও পড়ুন-বাদ পড়ল বহু চর্চিত নাম! চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত, খেলতে পারবেন বুমরা?
ইনস্টাগ্রামে নীরজ লিখেছেন, জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। সবার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। ভালোবাসার বন্ধনে আবব্ধ হলাম, সারা জীবনের মতো। উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু নীরজের পরিবারের লোকজন। সাদা পোশাকে ছিলেন নীরজ। গলায় ফুলের মালা। হিমানির পোশাক ছিল হালকা পিঙ্ক।
গত ১৪, ১৫ ও ১৬ তারিখে বিয়ের সব অনুষ্ঠান শেষ করা হয়েছে। বিয়ের আসর বসেছিল হিমাচল প্রদেশে। বিষয়টি নিশ্চিত করেছেন নীরজের কাকা। অনুষ্ঠানে সবে মিলিয়ে উপস্থিত ছিলেন পঞ্চাশ জন। আপাতত তাঁরা মধু চন্দ্রিমার জন্য বিদেশে যাচ্ছেন। সেখান থেকে ফিরলে বড় অনুষ্ঠান হতে পারে।
নীরজের নিজের রাজ্য হরিয়ানার মেয়ে হিমানি। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে। সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন। এখন স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)