পিংলার বিস্ফোরণ কেড়ে নিল মুর্শিদাবাদের ১০ কিশোরের প্রাণ
শোক আর আতঙ্কে থমথম করছে গোটা চাঁদরা গ্রাম। পিংলায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের এই গ্রামের দশজন কিশোরের। রাজমিস্ত্রীর কাজ পাইয়ে দেওয়ার নাম করে গ্রামেরই যুবক ইনামুল ওই তেরো জনকে নিয়ে যায় পিংলায়। ঘটনার পর থেকে খোঁজ নেই সেই ইনামুলের।বিস্ফোরণের খবর মিলেছিল টেলিভিশন থেকে।
ব্যুরো: শোক আর আতঙ্কে থমথম করছে গোটা চাঁদরা গ্রাম। পিংলায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের এই গ্রামের দশজন কিশোরের। রাজমিস্ত্রীর কাজ পাইয়ে দেওয়ার নাম করে গ্রামেরই যুবক ইনামুল ওই তেরো জনকে নিয়ে যায় পিংলায়। ঘটনার পর থেকে খোঁজ নেই সেই ইনামুলের।বিস্ফোরণের খবর মিলেছিল টেলিভিশন থেকে।
তারপর থেকেই শোকে স্তব্ধ সুতির চাঁদরা গ্রাম।
দিন কুড়ি আগে রাজমিস্ত্রির কাজ দেওয়ার নামে গ্রামের তেরো কিশোরকে নিয়ে যাওয়া হয়েছিল পিংলায়।
মৃত্যুর খবরে গ্রাম জুড়ে শুধুই হাহাকার।
পিংলায় যাওয়ার মত আর্থিক সঙ্গতিও নেই অধিকাংশ পরিবারের। চোখের জলে ভাসছে গোটা গ্রাম। চাঁদড়ার এই কান্না ভেজা এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, কেন এভাবে মিথ্যে কথা বলে বাজি কারখানার কাজে নিয়ে যাওয়া হল কিশোরদের?