চতুর্থ দফার ভোটে ব্যাপক হিংসা, মৃত ৮- LIVE

রাজ্যে আজ চতুর্থ দফার নির্বাচন। ভোট হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায়। প্রথম তিন দফায় ভোট হওয়া নটি জেলায় বিক্ষিপ্ত সন্ত্রাসের ছবি দেখেছে রাজ্যবাসী। প্রাণও গেছে বেশ কয়েকজনের। চতুর্থ দফা ভোটের আগেই অবশ্য শুরু হয়ে গেছে সন্ত্রাস।

Updated By: Jul 22, 2013, 07:06 AM IST

রাজ্যে আজ চতুর্থ দফার নির্বাচন। ভোট হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায়। প্রথম তিন দফায় ভোট হওয়া নটি জেলায় বিক্ষিপ্ত সন্ত্রাসের ছবি দেখেছে রাজ্যবাসী। প্রাণও গেছে বেশ কয়েকজনের। চতুর্থ দফা ভোটের আগেই অবশ্য শুরু হয়ে গেছে সন্ত্রাস। মুর্শিদাবাদ, মালদা থেকে এসেছে হিংসার খবর।

ভোট প্রতিক্রিয়া--- তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যেই প্রতিযোগিতা এত তীব্র যে এর জেরে অশান্তি ছড়াচ্ছে রাজ্যে। তৃণমূলের নেতারা পুলিসকে বলছেন বোমা মারতে। অথচ কোনও শাস্তির ব্যবস্থা হচ্ছে না। ক্রমশ গুণ্ডারাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে রাজ্যকে। চতুর্থ দফা ভোটের পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
৫টা: বেলা ৩টে পর্যন্ত ভোট পড়ল- মালদা- ৫৩%, মুর্শিদাবাদ- ৫৯%, নদিয়া- ৫৭%, বীরভূম- ৬১%।
দ্বিতীয় দফার ভোট কেমন হয়েছিল দেখতে ক্লিক করুন এখানে
৩টে ৪৫: তৃণমূল প্রার্থী বাড়িতে বোমা ফেটে জখম হল তিন শিশু। পুলিস জানিয়েছে ওই তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতেই বোমাগুলি রাখা ছিল। আইসক্রিম বাক্সে রাখা ছিল বোমাগুলি। বল ভেবে শিশুরা খেলতে গেলে, সে গুলি ফেটে যায়।

আহত শিশুদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ছবি দেখতে ক্লিক করুন

২টা ৪৪- জিয়াগঞ্জে বোমার আঘাতে আহত দুই সিপিআইএম কর্মী। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
২টা ৪১- বেলডাঙায় হুমকি দিয়ে সরানো হল ভোটারদের। অবাধে চলছে ছাপ্পা ভোট। পুর্নর্নিবাচনের দাবি বিরোধীদের।
২টা ১৫- তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় জখম হল তিন শিশু। মালদার কালিয়াচকের বীরনগরে এই ঘটনায উত্তেজনা ছড়িয়েছে. আহত তিন শিশুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  একজন শিশুর অবস্থা আশঙ্কজনক। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
১টা ৫৫: বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল। মুর্শিদাবাদ- ৪৩%। নদিয়া- ৪৩%। মালদা- ৩৭%। বীরভূম- ৪৪%।
BREAKING NEWS: পঞ্চায়েত নিরাপত্তা নিয়ে মামলা। 'প্রচার পর্বে কোথাও কোনও অশান্তি হয়িনি'। একযোগে আদালতে জানালো কমিশন ও রাজ্য সরকার।

১টা ২৬: মুর্শিদাবাদে ভোট চলছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। আতঙ্কে বহু গ্রামের মানুষ। বহু ভোটারকে ভোটের লাইন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ
বেলা ১টা- ইংরেজবাজার থেকে অপহৃত কংগ্রেসের তিনজন এজেন্ট। তিন ঘণ্টা পরে উদ্ধার আমবাগান থেকে।
বেলা ১২টা ২৬- চাঁচলে আক্রান্ত তৃণমূলের মহিলা প্রার্থী।
বেলা ১২টা ২৫- মালদায় মানিকচকে তৃণমূল-সিপিআইএম সংঘর্ষ। আহত দু'পক্ষের ১২ জন।
বেলা ১২টা ১৩- বহরমপুরে রাধারঘাটে ২১ নম্বর বুথে সিপিএম কংগ্রেসের মধ্যে বচসা। পুলিস ঘটনাস্থলে পৌঁছিয়ে লাঠি চার্জ করে। বিক্ষোভ দেখান ভোটাররা। কিছুক্ষণ ভোটদান বন্ধ রাখার পর আবার চালু করা হয়েছে।
বেলা ১২টা - মুর্শিদাবাদে বাইরে থেকে ছোঁড়া ধারালো অস্ত্রে গলায় কোপ লাগল মহিলার। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

মুর্শিদাবাদের ভোটের ছবি দেখতে ক্লিক করুন
সকাল ১১টা ৩৫- সকাল ১১টা অবধি ভোটদানের হার বীরভূমে ২৯%, নদিয়ায় ২৪%, মুর্শিদাবাদে- ২৪%, মালদায়-২৪%।
সকাল ১১টা- রতুয়ায় বাহিনীর গুলি। মৃত ১।
সকাল ১০টা ৩৭- মুর্শিদাবাদের বেলডাঙায় বোমার আঘাতে মৃত ভোটার নূরজাহান বিবি। কংগ্রেসের অভিযোগ নূরজাহান বিবি তাদের সমর্থক। সিপিআইএম বোমা মেরেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। অভিযোগ অস্বীকার সিপিআইএমের।
সকাল ১০টা ২৮- বীরভূমে পারুই থানার কসবায় নির্দল প্রার্থীর এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আহতদের ছবি দেখতে ক্লিক করুন
সকাল ১০টা ২৫- নদিয়ার সগুনায় বসন্তপুরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় ভোটারদের। ৪৫মিনিট ধরে চলে ছাপ্পা ভোট। এই দুষ্কৃতীরা একটি মারুতি ভ্যানে করে এসেছিল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী আসার আগেই তারা পালিয়ে যায়। মারুতি ভ্যানটি ফেলেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ভ্যান থেকে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ আর তাজা বোমা পাওয়া গেছে।
সকাল ১০টা ২০- সিউড়িতে তৃণমূল ও নির্দলের মধ্যে সংঘর্ষ।
সকাল ১০টা ৭টা - বহরমপুরের হরিদাসমাটিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। 
সকাল ৯টা ৫১- রামপুরহাট, ইলমবাজারে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ।
সকাল ৯টা ৪৫- ময়ূরেশ্বরে ভোটারদের হয়ে তৃণমূল এজেন্টের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ।
সকাল ৯টা ৪২- ডোমকলে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ছাপ্পা ভোটে মদতের অভিযোগ। অভিযুক্ত অফিসারের নাম দীপক ঘোষ।
সকাল ৯টা ৩৬- ডোমকলের কুপিলায় বোমাবাজি।
সকাল ৯টা ৩০- বীরভূমের খয়রাশোলে কাঁকড়শাল থেকে উদ্ধার মাওবাদী পোস্টার। বীরভূমের সিপিআইএমের জেলা সভাপতি দিলীপ গাঙ্গুলিকে ভোট দিতে বাধা তৃণমূলের। পাঁচড়ায় সিপিআইএম এজেন্টকে বুথে ঢুকতে বাধা। ইলমবাজারের বিভিন্ন বুথে সরাসরি ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৯টা ১৩- মালদায় ইংরেজবাজারে যদুপুর গ্রাম পঞ্চায়েত প্রার্থী সুমিত্রা রজককে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চাঁচলের মতিহারপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা বিবিকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
সকাল ৯টা ১১- নদিয়ায় মায়াপুরে বোমার আঘাতে মৃত্যু সিপিআইএম প্রার্থী খবিরুদ্দিন শেখ। আহত আনোওয়ার শেখ। সিপিআইএম-এর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল জানিয়েছে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু।
ভিডিও দেখতে ক্লিক করুন
সকাল ৮টা ৪৩- বীরভূমের বোলপুর, খয়রাশোলের বিভিন্ন অঞ্চলে সিপিআইএম এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
সকাল ৮টা ৩৭- ইলামপুরে গুলি বিদ্ধ তৃণমূল কর্মী। পাকুড়দিয়ায় গুলিবিদ্ধ দুই সিপিআইএম কর্মী।
সকাল ৮টা ৩৩- ডোমকলের ৯টি বুথ জ্যামের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। জলঙ্গিতে সিপিআইএম প্রার্থীর এজেন্টদের বুথে ঢুকতে বাধা।
সকাল ৮টা ২২- ইংরেজবাজার হরিশপুরে তিনজন সিপিআইএম এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার সুজাপুরে ভোট শুরুর সঙ্গে সঙ্গে বুথ দখলের অভিযোগ।
সকাল ৮টা ১০- বীরভূমে ইলমবাজারের বিভিন্ন বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। লাভপুরেও চিত্রটা একই।
সকাল ৭টা ৪৯- নদিয়ার বগুলা, চাঁদামারিতে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ।
সকাল ৭টা ৪২- চাঁচলের ১৮ নম্বর বুথে ব্যালট বাক্স ভাঙা। ভোটাররা ভোট দিতে অস্বীকার করেছেন। ভোট শুরু হতে দেরি।
সকাল ৭টা ৩৯- মুর্শিদাবাদের জলঙ্গীতে দুই সিপিআইএম কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর। কাপাসডাঙ্গায় মারধর করা হয়েছে সিপিআইএম কর্মীদের। ডোমকলে বোমাবাজি শুরু। অভিযোগ তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে।
সকাল ৭টা ৩৭- বীরভূমের ইলমবাজার, সাঁইথিয়া এলাকায় বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৭টা ২৪- মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে। কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি বিভিন্ন বুথে। সন্ত্রাসের আবহাওয়া।
সকাল ৭টা ২০- বীরভূমের কসবায় বাঁধনগর গ্রামে ভোট শুরুর আগেই উত্তেজনা। গতকাল রাতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলিতে গুরুতর আহত প্রার্থী ও তাঁর বাবা। প্রার্থীর বাবাকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছে।

ময়ূরেশ্বর থানার বাসুদেবপুর গ্রাম থেকে উদ্ধার তিন সিপিআইএম প্রার্থীর মৃতদেহ। মৃতদের নাম অসীম বাগদী ও জামির শেখ।

বীরভূমের বিভিন্ন অঞ্চলে আতঙ্কের পরিবেশ।
সকাল ৭টা ১৪- নদিয়ায় বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে।
সকাল ৭টা- ভোটের সময় শুরু হয়ে গেলেও মালদার বিভিন্ন বুথে সাধারণ মানুষের ভিড় অনুপস্থিত। জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ।

প্রথম তিন দফায় কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয়েছিল। আজকের ভোটেও
তার অন্যথা হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের। ভোটের জন্য মুর্শিদাবাদে
তিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কথা থাকলেও গতকাল
পর্যন্ত ডোমকল ছাড়া কোথাও পৌঁছয়নি আধাসেনা। বাকি তিন জেলার ক্ষেত্রেও
ছবিতে তেমন কোনও হেরফের নেই।

.