জলপাইগুড়িতে ফের অবরুদ্ধ একত্রিশ নম্বর জাতীয় সড়ক

রবিবার রণক্ষেত্র। আজ ফের অবরোধ জলপাইগুড়ির মালবাজারে। বাগরাকোটে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসী। তাঁদের দাবি, পুলিসের গাড়িতে আগুন ধরানোর চেষ্টায় গ্রেফতার জীবন লাকড়াকে ছেড়ে দিতে হবে।

Updated By: Dec 19, 2016, 10:53 AM IST
জলপাইগুড়িতে ফের অবরুদ্ধ একত্রিশ নম্বর জাতীয় সড়ক

ওয়েব ডেস্ক: রবিবার রণক্ষেত্র। আজ ফের অবরোধ জলপাইগুড়ির মালবাজারে। বাগরাকোটে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসী। তাঁদের দাবি, পুলিসের গাড়িতে আগুন ধরানোর চেষ্টায় গ্রেফতার জীবন লাকড়াকে ছেড়ে দিতে হবে।

আরও পড়ুন- কোচবিহারে জীবন্ত দগ্ধ মহিলা

রবিবার বিকেলে নিউ মাল এলাকায় পুলিসের বেপরোয়া গাড়ির ধাক্কায় মারা যান এক CPRF জওয়ান। তাঁর অন্তসত্ত্বা স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জনতা। ঘটনার পর পরই পুলিসের গাড়িতে আগুন লাগানোরও চেষ্টা হয়। সেই ঘটনাতেই জীবন লাকড়াকে গ্রেফতার করেছে পুলিস। অন্যদিকে, ঘাতক গাড়িক চালককেও গ্রেফতার করা হয়েছে। সে মদ্যপ ছিল বলে অভিযোগ জনতার। তার লাইসেন্স ছিল না বলেও দাবি।

আরও পড়ুন- কার্শিয়ঙে উদ্ধার নিখোঁজ ছাত্রীর দেহ

.