শৌচাগার থাকলে তবেই মিলবে রেশন

বাড়িতে শৌচাগার না থাকলে এবার বন্ধ হবে রেশন। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে এবার শিলমোহর দিলেন বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন। তাঁর সাফ নির্দেশ ৩১ ডিসেম্বরের মধ্যে জেলার প্রতিটি ব্লক ও পঞ্চায়েতে শৌচাগার তৈরি করতে হবে। জেলাশাসক জানিয়ে দিয়েছেন, শৌচাগার তৈরি না করলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।  মিলবে না কোনও সরকারি শংসাপত্রও।  

Updated By: Jul 11, 2016, 07:44 PM IST
শৌচাগার থাকলে তবেই মিলবে রেশন

ওয়েব ডেস্ক: বাড়িতে শৌচাগার না থাকলে এবার বন্ধ হবে রেশন। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে এবার শিলমোহর দিলেন বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন। তাঁর সাফ নির্দেশ ৩১ ডিসেম্বরের মধ্যে জেলার প্রতিটি ব্লক ও পঞ্চায়েতে শৌচাগার তৈরি করতে হবে। জেলাশাসক জানিয়ে দিয়েছেন, শৌচাগার তৈরি না করলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।  মিলবে না কোনও সরকারি শংসাপত্রও।  

গোটা ভারতেই শৌচাগার নির্মানের জন্য জোর দিয়েছে ভারত সরকার। কিছু জায়গায় সাফল্য পেলেও সার্বিক ক্ষেত্রে তেমন সাফল্য পায়নি সরকার। এবার পঞ্চায়েতে শৌচাগার নির্মানের এই নিদান কতটা সাফল্য পাবে, তা বলবে সময়ই। 

.