আড়াই বছরের লড়াই কাটিয়ে কামদুনিতে নতুন ভোর, ভয় কী কেটেছে?

Updated By: Jan 31, 2016, 04:40 PM IST
আড়াই বছরের লড়াই কাটিয়ে কামদুনিতে নতুন ভোর, ভয় কী কেটেছে?

কামদুনিতে আজ নতুন সকাল। ছয় দোষীকে সর্বোচ্চ সাজা শুনিয়েছে আদালত।  তবে ছাড়া পেয়ে গিয়েছে দুই অভিযুক্ত। এবার তাদের শাস্তির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার লড়াইয়ে সামিল হতে চাইছেন কামদুনির মানুষ।

দীর্ঘ আড়াই বছরের লড়াই কাটিয়ে কামদুনিতে নতুন ভোর। দুঃস্বপ্নের আঁধার কাটিয়ে এ সকালে কামদুনির উঠানে নতুন দিনের সোনা ঝড়া রোদ।আড়াই বছরের কঠিন লড়াই।  শত বাধা পেরিয়ে জয় পেয়েছে কামদুনি। তাও ভয় কী কেটেছে? ফের নতুন করে বুক  বাধছে কামদুনি।  ছাড় পাওয়া অপরাধীদের শাস্তির দাবিতে অনড় কামদুনির সাধারণ মানুষ।

লড়াই-আন্দোলন।  ভয়াবহ এক ঘটনার অভিঘাতে হঠাত্ করে  করে ছোট্ট একটি গ্রামের শিরোনামে চলে আসা। আদালতের রায়ের পর কামদুনিতে এখন স্বস্তি। প্রশ্ন একটাই এ নিরাপত্তা চিরস্থায়ী হবে তো?

.