VIRAL VIDEO | 16 Year Old Goalkeeper Collapses: বয়স মাত্র ১৬, পেনাল্টি বাঁচিয়েই লুটিয়ে পড়ল, মাঠেই শেষ তরতাজা প্রাণ!

16 Year Old Goalkeeper Collapses: খেলতে খেলতেই চলে গেল মাত্র ১৬ বছরের গোলকিপার!  

Updated By: Jan 17, 2025, 08:32 PM IST
VIRAL VIDEO | 16 Year Old Goalkeeper Collapses: বয়স মাত্র ১৬, পেনাল্টি বাঁচিয়েই লুটিয়ে পড়ল, মাঠেই শেষ তরতাজা প্রাণ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিছু খবর, একেক সময়ে আমাদের মনকে স্থবির করে দেয়। যা ভাবলে হয়তো কোনও ভাষা থাকে না প্রকাশের। ঠিক তেমনই এক মর্মান্তিক সংবাদ এল ফুটবলের দেশ ব্রাজিল থেকে। ১৬ বছরের গোলকিপার এডসন লোপেজ গামা ট্রেনিং করছিল স্থানীয় মাঠে। তেকাঠির নীচে গোলিকিপিংয়ের অনুশীলন ছিল তার। আচমকাই একটি শট এসে লাগে কিশোর ব্রাজিলিয়ানের বুকে। গামা মক-পেনাল্টি দারুণ দক্ষতায় বাঁচিয়েও দেয়। আর এরপরেই সে যন্ত্রণায় লুটিয়ে পড়ে মাঠে। 

আরও পড়ুন: বিশ্বজয়ী দলকে নিয়ে মেসি ভারতে! ক্যালেন্ডার দাগিয়ে নিন এখনই, কলকাতা কি পার্বে দর্শন?

'দ্য সান'-এর প্রতিবেদন বলছে অ্যামাজন রেইনফরেস্টের মাউস শহর থেকে গামাকে গাড়ি করে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেই গ্রামীণ এলাকা থেকে হাসপাতালে আসতেই ১১ ঘণ্টা সময় লেগে যায়। হাসপাতালে আনার পরেই গামাকে মৃত বলে ঘোষণা করা হয়। আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বলটি স্টার্নাম এবং ডায়াফ্রামে এসে সজোরে আঘাত করেছিল, যার ফলে চিকিৎসা সংক্রান্ত জটিলতাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে গামা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, গামার পরিবার তার কফিনবন্দি কিশোরকে নিয়ে যাওয়ার সময়ে, তার প্রিয় দল গ্রেমিওর জার্সি পরেছিল। গামার ভাই এলিওমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, 'আজ তুমি পুরো ব্রাজিলকে ছুঁয়ে গেছ। আমি কখনও কল্পনাও করিনি যে এটা হবে। তুমি একজন নিবেদিতপ্রাণ খেলোয়াড় এবং সবসময় খুশিতে থাকা এক বাচ্চা। আমার ভাই তোমার মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু তুমি আমাদের সেই কাজটি করেতে গিয়েই চলে গেলে, যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে, ফুটবল খেলা।' মৃত্যু অনিবার্য, এ কথা সকলেই জানে, তবে কিছু মৃত্যু এমন অসময়ে আসে, যা ভাষাহীন করে দেয়...

 আরও পড়ুন: ১১ হাজার রানের সঙ্গে ১৮ সেঞ্চুরি! ভারতের নতুন ব্যাটিং কোচ কে? কাজ শুরু করছেন ইডেনে
 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.