আগামী ১৯ জানুয়ারি শিলিগুড়িতে উদ্বোধন হবে অত্যাধুনিক সরকারি গেস্টহাউজ

Updated By: Jan 16, 2015, 05:00 PM IST
আগামী ১৯ জানুয়ারি শিলিগুড়িতে উদ্বোধন হবে অত্যাধুনিক সরকারি গেস্টহাউজ

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শিলিগুড়িতে তৈরি হল অত্যাধুনিক সরকারি গেস্টহাউজ। নতুন এই গেস্ট হাউসটির উদ্বোধন হবে ১৯ জানুয়ারি।

মিনি সচিবালয় লাগোয়া জমিতে মুখ্যমন্ত্রীর সরকারি গেস্ট হাউস তৈরির স্বপ্ন বহুদিনের। সেইমতই শুরু হয় গেস্ট হাউস নির্মানের কাজ। উত্তরবঙ্গের সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখেই তৈরি হয়েছে এই গেস্টহাউস। বৃহস্পতিবার গেস্ট হাউসটি পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ।

অত্যাধুনিক এই সরকারি গেস্টহাউসে রয়েছে সাতটি বেডরুম, ড্রইং হল ও টেরেস। অত্যাধুনিক সুযোগ সুবিধেও মিলবে এই গেস্ট হাউসে।

 

.