ফ্ল্যাটে ঢুকে ৬২ বছরের বৃদ্ধাকে খুন, বেপাত্তা মূল অভিযুক্ত

ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল পাতানো ভাইয়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বজবজের ঘটনা। ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত।

Updated By: Dec 20, 2015, 05:39 PM IST
 ফ্ল্যাটে ঢুকে ৬২ বছরের বৃদ্ধাকে খুন, বেপাত্তা মূল অভিযুক্ত

ওয়েব ডেস্ক: ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল পাতানো ভাইয়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বজবজের ঘটনা। ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত।

জিপি জেম রোডের শীতলা অ্যাপার্টমেন্ট। এই বহুতলের তিন তলার ফ্ল্যাটে থাকতেন ৬২ বছরের সুস্মিতা জাশু। বজবজ হাসপাতালের কর্মী সুস্মিতার সঙ্গে থাকতেন তাঁর একমাত্র বোনও। রাতে ঘরে দিদির  নিথর দেহ পড়ে থাকতে দেখেন বোন।

দুই বোন ছাড়া ফ্ল্যাটে যাতায়াত ছিল পাতানো ভাই অমিতাভ প্রামাণিকের। শনিবার সন্ধেতেও ফ্ল্যাটে ঢুকেছিলেন অমিতাভ। কিন্তু, তাঁকে বেরিয়ে যেতে দেখেন নি কেউ। সুস্মিতাদেবীর বোনের অভিযোগ, গয়না ও টাকার লোভে খুন করেছে অমিতাভই।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। খোঁজ মিলছে না অমিতাভ প্রামানিকের।

.