মদ্যপানের প্রতিবাদে ট্রেনেই মহিলার শ্লীলতাহানি, আটক এক তরুণী
ট্রেনে মদ্যপানের প্রতিবাদ করায় শ্লীলতাহানি, ব্যাগ ছিনতাই। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা হল তমলুকের এক বাসিন্দার। অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তার সঙ্গীনিকে আটক করেন যাত্রীরা। অভিযোগ, ওই মহিলাকে হাতে পেয়েও কোনও ব্যবস্থা নেয়নি মেচেদা স্টেশনের রেল পুলিস।
ওয়েব ডেস্ক: ট্রেনে মদ্যপানের প্রতিবাদ করায় শ্লীলতাহানি, ব্যাগ ছিনতাই। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা হল তমলুকের এক বাসিন্দার। অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তার সঙ্গীনিকে আটক করেন যাত্রীরা। অভিযোগ, ওই মহিলাকে হাতে পেয়েও কোনও ব্যবস্থা নেয়নি মেচেদা স্টেশনের রেল পুলিস।
বিভীষিকার রেলযাত্রা
ভেলোর থেকে চিকিত্সা করিয়ে ফিরছিলেন তমলুকের এক মহিলা। যশোবন্তপুর এক্সপ্রেসেই ভয়াবহ অভিজ্ঞতা হল তাঁর। ট্রেনে সংরক্ষিত কামরাতেই মদ্যপানের আসর বসিয়েছিল দুই তরুণ -তরুণী। প্রতিবাদ করেন ওই মহিলা। এর পরেই শ্লীলতাহানির শিকার হন ওই মহিলা। যুবক চম্পট দিলেও তার সঙ্গীনিকে ধরে ফেলেন যাত্রীরা। খবর দেওয়া হয় রেল পুলিসকে।
নিষ্ক্রিয় রেল পুলিস
অভিযোগ হাতে পেয়েও ওই যুবতীর বিরদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। জানা গিয়েছে টিকিট ছাড়াই সংরক্ষিত কামরায় চড়েছিল ওই তরুণ ও তরুণী। ১৮ ডিসেম্বরের রেল যাত্রা এখনও দুস্বপ্নের মতো তাড়া করছে তমলুকের ওই মহিলাকে।