নীতি পুলিসের ভূমিকায় তৃণমূল কাউন্সিলর, প্রেমিক যুগলকে শেখালেন সহবত

ফের নীতি পুলিসের দাপট। নীতি পুলিসের ভূমিকায় তৃণমূল কাউন্সিলর। দলীয় কার্যালয়ে ডেকে ৫ প্রেমিক  যুগলকে সহবত শেখালেন বিধাননগর পুরনিগমের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মণ্ডল।

Updated By: Jan 12, 2016, 04:05 PM IST
নীতি পুলিসের ভূমিকায় তৃণমূল কাউন্সিলর,  প্রেমিক যুগলকে শেখালেন সহবত

ওয়েব ডেস্ক: ফের নীতি পুলিসের দাপট। নীতি পুলিসের ভূমিকায় তৃণমূল কাউন্সিলর। দলীয় কার্যালয়ে ডেকে ৫ প্রেমিক  যুগলকে সহবত শেখালেন বিধাননগর পুরনিগমের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মণ্ডল। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধেয়। BH ব্লকের সেন্ট্রাল পার্কে ঘনিষ্ঠভাবে গল্প করছিলেন ৫ প্রেমিক  যুগল। স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে ডেকে আনে। খবর দেওয়া হয় কাউন্সিলর অনিতা মণ্ডলকে। খবর যায় বিধাননগর পূর্ব থানাতেও। পুলিসও তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হয়ে যায়। এরপর,সেখানেই শুরু হয় সালিসি। কিছুক্ষণ পর পাঁচটি ছেলের বাড়িতে খবর দেওয়া হয়। জানা যায় ৫টি মেয়ে BK ব্লকের একটি হোমের আবাসিক। ডেকে পাঠানো হয় হোম কর্তৃপক্ষকেও।  পুলিসের উপস্থিতিতে ও তৃণমূল কাউন্সিলরের মধ্যস্থতায় যে যার বাড়ি ফিরে যায়।

.