খুনের চেষ্টার মতো মামলাতেও জড়িয়েছেন সোহরাব আলি
এই প্রথম নয়। আগেও চুরি, এমনকী খুনের চেষ্টার মতো মামলায় জড়িয়েছেন সোহরাব আলি। নির্বাচন কমিশনে তাঁরই দেওয়া তথ্য সাক্ষী, দু হাজার এগারোয় ভোটে দাঁড়ানোর সময়ই ছছটি মামলায় অভিযুক্ত ছিলেন সোহরাব। এর মধ্যে শুধু চুরির অভিযোগেই তাঁর বিরুদ্ধে তিন-তিনটি মামলা ঝুলছিল। এছাড়াও প্রাণনাশের চেষ্টা, হুমকি ও ভীতি প্রদর্শন এবং মারাত্মক আঘাতের একাধিক মামলাতেও অভিযুক্ত ছিলেন সোহরাব আলি।
ওয়েব ডেস্ক: এই প্রথম নয়। আগেও চুরি, এমনকী খুনের চেষ্টার মতো মামলায় জড়িয়েছেন সোহরাব আলি। নির্বাচন কমিশনে তাঁরই দেওয়া তথ্য সাক্ষী, দু হাজার এগারোয় ভোটে দাঁড়ানোর সময়ই ছছটি মামলায় অভিযুক্ত ছিলেন সোহরাব। এর মধ্যে শুধু চুরির অভিযোগেই তাঁর বিরুদ্ধে তিন-তিনটি মামলা ঝুলছিল। এছাড়াও প্রাণনাশের চেষ্টা, হুমকি ও ভীতি প্রদর্শন এবং মারাত্মক আঘাতের একাধিক মামলাতেও অভিযুক্ত ছিলেন সোহরাব আলি।
সোহরাবের সাতকাহন--
২০১১ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া সোহরাব আলির হলফনামা অনুযায়ী, সোহরাব আলির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা ঝুলছে। এর মধ্যে তিনটি মামলায় সোহরাব আলির বিরুদ্ধে চুরির অভিযোগ
প্রাণনাশের চেষ্টার দুদুটি অভিযোগও বিচারাধীন। মারাত্মক অস্ত্র নিয়ে আঘাত ও হুমকির দুদুটি মামলাতেও অভিযুক্ত সোহরাব আলি।