মাওবাদী নেতার বিবৃতি অবস্থান স্পষ্ট করুক সরকার
শান্তি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানাল মাওবাদীরা। বৃহস্পতিবার মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ এক বিবৃতিতে দাবি করেছেন, সরকার অবিলম্বে নিজের অবস্থান স্পষ্ট করুক।
শান্তি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানাল মাওবাদীরা। বৃহস্পতিবার মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ এক বিবৃতিতে দাবি করেছেন, সরকার অবিলম্বে নিজের অবস্থান স্পষ্ট করুক। আকাশের বক্তব্য, পনেরো দিন পার হলেও এব্যাপারে সরকার কোনও প্রতিক্রিয়া জানায়নি। তাঁর অভিযোগ, মধ্যস্ততাকারীদের উপস্থিতিতে শান্তি প্রস্তাব দেওয়া হলেও তার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সশস্ত্র দুস্কৃতীদের আক্রমণ এবং যৌথবাহিনীর অভিযান বেড়েছে। অর্থাত অস্ত্র সংবরণ হচ্ছে একতরফাই। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের একদিন আগে মাওবাদী নেতা আকাশের এই বক্তব্য যথেষ্টই তাত্পর্যপূর্ণ। একদিকে শান্তিপ্রক্রিয়ায় সরকারের অবস্থান জানানোর জন্য চাপ দেওয়া অন্যদিকে ভবিষ্যতে এই প্রক্রিয়া ভেস্তে গেলে তার দায় সরকারের ওপর যাতে চাপানো যায় সেই রাস্তা পরিস্কার রাখা।