সাঁইথিয়া-অন্ডাল রেলইলাইনে নাশকতার মাস্টার মাইন্ড, মাও নেতা সদানন্দ রুইদাস গ্রেফতার

খয়রাশোল থেকে ধৃত  মাওবাদী নেতা সদানন্দ রুইদাস। দুহাজার সাতে সাঁইথিয়া-অন্ডাল রেলইলাইনে নাশকতার প্রধান অভিযুক্ত এই সনাতন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিস।

Updated By: Dec 20, 2015, 10:12 PM IST
সাঁইথিয়া-অন্ডাল রেলইলাইনে নাশকতার মাস্টার মাইন্ড, মাও নেতা সদানন্দ রুইদাস গ্রেফতার

ওয়েব ডেস্ক: খয়রাশোল থেকে ধৃত  মাওবাদী নেতা সদানন্দ রুইদাস। দুহাজার সাতে সাঁইথিয়া-অন্ডাল রেলইলাইনে নাশকতার প্রধান অভিযুক্ত এই সনাতন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিস।

নভেম্বর, ২০০৭, সাইথিয়া-অন্ডাল রেল লাইনে পাচড়া স্টেশনের কাছে রেল লাইন উড়িয়ে দেয় মাওবাদীরা। সেই নাশকতায় অভিযুক্ত সদানন্দ রুইদাসকে খয়রাশোল থেকে গ্রেফতার করল পুলিস। ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, রেলের সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রয়েছে। বীরভূমে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের  রুখতে নতুন করে উদ্যোগী হয়েছে প্রশাসন।  গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে সিআরপিএফ। রবিবার সিআরপিএফের তরফে খয়রাশোলের বারোটি আদিবাসী গ্রামের বাসিন্দাদের সাহয্য করা হয়।

মাওবাদীদের বাড়বারন্ত রুখতে  জনসংযোগের উপরই এখন বড় জোড় দিচ্ছে প্রশাসন। নতুন করে বাড়ছে প্রশাসনিক তত্পরতাও।

.