শর্তসাপেক্ষে অস্ত্র সংবরণের প্রস্তাব মাওবাদীদের

সরকারের উপর চাপ বাড়াতে এবার এক ধাপ এগিয়ে অস্ত্র সংবরণের প্রস্তাব দিল মাওবাদীরা।

Updated By: Oct 4, 2011, 02:24 PM IST

সরকারের উপর চাপ বাড়াতে এবার এক ধাপ এগিয়ে অস্ত্র সংবরণের প্রস্তাব দিল মাওবাদীরা। মধ্যস্থতাকারী এবং মাওবাদীদের তরফে আজ এক যৌথ বিবৃতিতেএক মাসের জন্য শর্তসাপেক্ষে অস্ত্র সংবরণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিবৃতিতে সই রয়েছে মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ, মধ্যস্থতাকারী সুজাত ভদ্র এবং ছোটন দাসের সই রয়েছে। মাওবাদীরা আলাদা একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে গত তিরিশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নিযুক্ত কমিটির সঙ্গে সিপিআই মাওবাদী বাংলা রাজ্য কমিটির বৈঠক হয়। সেই আলোচনাকে ইতিবাচক আখ্যা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে এই এক মাস জঙ্গলমহলে অভিযান, টহলদারি বন্ধ রাখতে হবে। তাদের তরফেও এই এক মাস অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে। মাওবাদীরা বলেছে, তারাও একটি মধ্যস্থতাকারী দল গঠন করবে। সেই মধ্যস্থতাকারীরা একমাস পরিস্থিতির উপর নজর রাখবে। পরিস্থিতির মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেবে মাওবাদীরা।

.