মদ ও জুয়ার ঠেকের প্রতিবাদ করায় হাওড়ার বালিতে আক্রান্ত এক ব্যক্তি। দুষ্কৃতীদের মারে জখম হয়ে তিনি হাসপাতালে।শ্লীলতাহানির পর তাঁর স্ত্রীকেও ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বছর দেড়েক ধরে বাড়ির সামনে চলত মদ ও জুয়ার আসর। বেশ কয়েকবার প্রতিবাদ করেছিলেন। কিন্তু ফল হয়নি। উল্টে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে স্ত্রীর শ্লীলতাহানি করে এবং ধর্ষণের হুমকি দেয়।

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিয়োগ দায়ের করেন ওই মহিলা। এক দুষ্কৃতীকে আটক করেও পুলিস ছেড়ে দেয় বলে অভিযোগ। অভিযোগ তুলে নেওয়ার জন্য মহিলাকে হুমকিও দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে ওই মহিলার স্বামীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। আপাতত তিনি হাসপাতালে। গোটা ঘটনায় বালির নিশ্চিন্দা থানার পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে হাওড়ার সিটি পুলিস।

 

English Title: 
Man attacked for protesting smuggling
News Source: 
Home Title: 

জুয়ার ঠেকের প্রতিবাদ করে আক্রান্ত স্বামী, স্ত্রীকে ধর্ষণের হুমকি

জুয়ার ঠেকের প্রতিবাদ করে আক্রান্ত স্বামী, স্ত্রীকে ধর্ষণের হুমকি
Yes
Is Blog?: 
No
Section: