আজ দিঘাতে 'দিদি', শুভেন্দুর নামের মতই কী থাকবে বিধানসভার প্রার্থী চমক?
পাখির চোখ বিধানসভা ভোট। আগামী বছরের ভোটপ্রস্তুতিতে এখন থেকেই জেলায় জেলায় সভা সমাবেশ, বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী। কাল থেকেই পূর্বমেদিনীপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল নন্দীগ্রেমে সভার পর আজ যাবেন দিঘায়। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন তিনি। জানা গেছে জেলার উন্নয়ন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ভোটের আগেই বকেয়া কাজ শেষের নির্দেশ দিতে পারেন তিনি। বৈঠকে কড়া বার্তা দিতে পারেন বলে আশঙ্কা প্রশাসনিক কর্তাদের একাংশের।
ওয়েব ডেস্ক: পাখির চোখ বিধানসভা ভোট। আগামী বছরের ভোটপ্রস্তুতিতে এখন থেকেই জেলায় জেলায় সভা সমাবেশ, বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী। কাল থেকেই পূর্বমেদিনীপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল নন্দীগ্রেমে সভার পর আজ যাবেন দিঘায়। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন তিনি। জানা গেছে জেলার উন্নয়ন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ভোটের আগেই বকেয়া কাজ শেষের নির্দেশ দিতে পারেন তিনি। বৈঠকে কড়া বার্তা দিতে পারেন বলে আশঙ্কা প্রশাসনিক কর্তাদের একাংশের।
সোমবার মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে মন্ত্রী সভায় নিয়ে আসার জন্য সওয়াল করেন মুখ্যমন্ত্রী। আর সেটাই ছিল চমক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে শুভেন্দুর নাম ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তৃণমূলের প্রার্থী তালিকার প্রথম নাম ঘোষণা করলেন। এবার দিঘাতে মুখ্যমন্ত্রী। থাকতে পারে আরও চমক!