কেন্দ্রের সঙ্গে সংঘাত বাড়িয়ে ইডিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের সঙ্গে সংঘাত বাড়িয়েই চলেছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর আক্রমণের লক্ষ্য ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাড়াবাড়িতেই বহু শিল্পপতি দেশ ছাড়ছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। খড়গপুরে দলীয় কর্মসূচিতে ওই মন্তব্য করেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তাঁর গলায়।  কিন্তু কেন হঠাত্‍ কেন্দ্রীয় সংস্থার তদন্তের সঙ্গে শিল্পপতিদের দেশ ছাড়া জুড়ে দিলেন তিনি, এ প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

Updated By: Oct 29, 2015, 09:54 AM IST
কেন্দ্রের সঙ্গে সংঘাত বাড়িয়ে ইডিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: কেন্দ্রের সঙ্গে সংঘাত বাড়িয়েই চলেছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর আক্রমণের লক্ষ্য ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাড়াবাড়িতেই বহু শিল্পপতি দেশ ছাড়ছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। খড়গপুরে দলীয় কর্মসূচিতে ওই মন্তব্য করেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তাঁর গলায়।  কিন্তু কেন হঠাত্‍ কেন্দ্রীয় সংস্থার তদন্তের সঙ্গে শিল্পপতিদের দেশ ছাড়া জুড়ে দিলেন তিনি, এ প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

সারদা সহ একাধিক বেআইনি চিটফান্ড সংস্থায় নাম জড়িয়ে রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী জেলে গেছেন। রাজ্যে সিবিআই, ইডি হানা দিয়েছে বারবার। মুখ পুড়েছে রাজ্যের। তারওপর কয়েক দিন আগে কেকেআরের শেয়ার কেনাবেচায় গরমিলের অভিযোগে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানকেও সমন পাঠিয়েছে ইডি। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পারদ চড়ছে। সেকারণেই কি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে এধরনের বিষোদগার? গুঞ্জন রাজনৈতিক মহলে।

.