মালদা

পঞ্চায়েত সমিতি-১৫ টি গ্রাম পঞ্চায়েত-১৪৬ টি পঞ্চায়েত সমিতির আসন-৪২৩ টি গ্রাম পঞ্চায়েত আসন-২২৮১ টি মোট ভোটার সংখ্যা-২,৭৬,৯০৩ বুথ সংখ্যা-২৪৬৬

Updated By: Jul 9, 2013, 04:19 PM IST

সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ
ভোটগ্রহণের হার-- ২৪ শতাংশ (১২ টা পর্যন্ত)
হিংসার দিনভর
বেলা ১২টা ২৫- মালদায় মানিকচকে তৃণমূল-সিপিআইএম সংঘর্ষ। আহত দু'পক্ষের ১২ জন।
মালদহের ইংরেজবাজারের যদুপুরে সিপিআইএম প্রার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ৷ অভিযুক্ত তৃণমূল৷ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের৷
চাঁচলের মোতিহারপুরে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ৷ অভিযুক্ত কংগ্রেস৷ অভিযোগ অস্বীকার কংগ্রেসের৷
সকাল ৮টা ২২- ইংরেজবাজার হরিশপুরে তিনজন সিপিআইএম এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার সুজাপুরে ভোট শুরুর সঙ্গে সঙ্গে বুথ দখলের অভিযোগ।
সকাল ৭টা ৪২- চাঁচলের ১৮ নম্বর বুথে ব্যালট বাক্স ভাঙা। ভোটাররা ভোট দিতে অস্বীকার করেছেন। ভোট শুরু হতে দেরি।

পঞ্চায়েত সমিতি-১৫ টি
গ্রাম পঞ্চায়েত-১৪৬ টি
পঞ্চায়েত সমিতির আসন-৪২৩ টি
গ্রাম পঞ্চায়েত আসন-২২৮১ টি
মোট ভোটার সংখ্যা-২,৭৬,৯০৩
বুথ সংখ্যা-২৪৬৬
সীমান্তবর্তী পঞ্চায়েত সমিতি-৫টি
হবিবপুর
কালিয়াচক ৩ নং
কালিয়াচক ১নং
ইংরেজবাজার
পুরনো মালদা

মোট বুথ সংখ্যা-২৪৩৩
মোট ভোটার-২১০০৪৯৭
পুরুষ ভোটার-১১০১৪৫৪
মহিলা ভোটার-৯৯৯০৩৯
পঞ্চায়েত ইস্যু:
১)মুসলিম মহিলা সমাজ, পঞ্চায়েতের মাধ্যমে তাঁদের উন্নয়ন হয়নি।
২)পঞ্চায়েতের মাধ্যমে এলাকা উন্নয়ন ১০ বছর ধরে জেলা পরিষদ কংগ্রেস+তৃণমূল জোটে রয়েছে, তাই সার্বিক উন্নয়ন স্তব্ধ।
৩)রাস্তাঘাট, পানীয়জল,১০০ দিনের কাজ নেই,বেকার সমস্যা।
৪)মালদার অর্থকরী ফসল আম, লিচু,রেশম তা নিয়ে কোনও রকম উদ্যোগ নেই।
৫)পানীয় জলে আর্সেনিকের সমস্যা রয়েছে।
৬)সীমান্তবর্তী এলাকায় কাজ নেই বলে জাল নোট তৈরি, গরু পাচার, নারী পাচার, শিশু পাচার বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হয়ে যাচ্ছে।

.