মালদা মেডিক্যাল কলেজে ফের গাফিলতি, বেড থেকে পড়ে শিশুর মৃত্যু

হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে মৃত্যু হল সদ্যোজাতর। এই অভিযোগে আজ সকালে উত্তাল হল মালদা মেডিক্যাল কলেজ। কার গাফিলতিতে এমন ঘটনা? তা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।   

Updated By: Dec 17, 2014, 08:26 PM IST

মালদা: হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে মৃত্যু হল সদ্যোজাতর। এই অভিযোগে আজ সকালে উত্তাল হল মালদা মেডিক্যাল কলেজ। কার গাফিলতিতে এমন ঘটনা? তা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।   

ছদিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা নমিতা মণ্ডল। অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যালে। বুধবার সকালে শিশুটির মৃত্যু হয় নিও নেটাল কেয়ার ইউনিটে। শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্মীদের গাফিলতিতে বেড থেকে পড়ে যায় শিশুটি।

হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই শিশুর পরিবার।  হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন শিশুটির পরিবারের লোকজন।  মালদা মেডিক্যালে গাফিলতির জেরে শিশু মৃত্যুর অভিযোগ আগও উঠেছে। বুধবারের ঘটনা আরও একবার কাঠগড়ায় তুলল হাসপাতাল কর্তৃপক্ষকে।

 

.