তুলে নিয়ে যাওয়ার হুমকি, আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি। হুমকি পেয়েই কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। গতকাল হরেন্দ্রপল্লিতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মাধ্যমিক পরীক্ষার্থী সোমা রায়। সোমার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ফোনে সোমাকে বিরক্ত করছিল রবীন মিস্ত্রি নামে এক যুবক। গতকাল ঝুলন্ত অবস্থায় সোমার দেহ দেখতে পায় তার পরিবার। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। রবীন ও সোমা একই স্কুলের পড়ুয়া। রবীন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সোমার মা বেলেগাছি পঞ্চায়েতের সদস্য।

Updated By: Mar 29, 2016, 10:43 AM IST
তুলে নিয়ে যাওয়ার হুমকি, আত্মহত্যা  মাধ্যমিক পরীক্ষার্থীর

ওয়েব ডেস্ক: জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি। হুমকি পেয়েই কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। গতকাল হরেন্দ্রপল্লিতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মাধ্যমিক পরীক্ষার্থী সোমা রায়। সোমার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ফোনে সোমাকে বিরক্ত করছিল রবীন মিস্ত্রি নামে এক যুবক। গতকাল ঝুলন্ত অবস্থায় সোমার দেহ দেখতে পায় তার পরিবার। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। রবীন ও সোমা একই স্কুলের পড়ুয়া। রবীন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সোমার মা বেলেগাছি পঞ্চায়েতের সদস্য।

 

.