মাধ্যমিকের আগের দিনও তারস্বরে বাজছে মাইক
আগামিকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই সময় মাইক বাজানোর বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু বিধি নিষেধকে তোয়াক্কা না করে তারস্বরে মাইক বাজছে রাজনৈতিক কর্মসূচিতে ।
ওয়েব ডেস্ক: আগামিকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই সময় মাইক বাজানোর বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু বিধি নিষেধকে তোয়াক্কা না করে তারস্বরে মাইক বাজছে রাজনৈতিক কর্মসূচিতে ।
বর্ধমান- মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে। আর তার আগে শনিবার বর্ধমানের কার্জনগেটে উত্সবের মেজাজে মাইক বাজিয়ে সভা করল তৃণমূল।
নদিয়া- নদিয়ার চাকদহে রুসুল্লাপুরে তৃণমূলের কর্মীসম্মলনে রবিবার বাজল তারস্বরে মাইক। মঞ্চে উপস্থিত হরিণঘাটার বিধায়ক নীলিমা নাথ মল্লিক।
হাওড়া- হাওড়ার সলপে মাইক বাজিয়ে অনুষ্ঠান করল তৃণমূল , অনুষ্ঠানে প্রধা ন বক্তা সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুর- তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে তারস্বরে মাইক বাজল পশ্চিম মেদিনীপুরে।
রাজ্যের প্রায় সবকটি জেলাতেই প্রায় একই ধরণের চিত্র। মাইক বাজছে তারস্বরে। সে পিকনিক পার্টি হোক কিম্বার রাজনৈতিক দলের কর্মসূচি। বিধি তোয়াক্কা করার দায়ও কারো নেই, দেখারও কেউ নেই।