মাত্র ১০ টাকায় ভরপেট লাঞ্চ! সৌজন্যে বর্ধমান জেলা প্রশাসন

Updated By: Apr 30, 2015, 10:13 PM IST
মাত্র ১০ টাকায় ভরপেট লাঞ্চ! সৌজন্যে বর্ধমান জেলা প্রশাসন

ব্যুরো: ভরপেট লাঞ্চের খরচ মাত্র দশ টাকা! কী ভাবছেন, অবিশ্বাস্য? হাত বাড়ালেই এমন অভাবনীয় সুযোগ এবার আমজনতার নাগালে। সৌজন্যে বর্ধমান জেলা প্রশাসন। অবাক জলপানের কথা কে না জানে! এ যেন অবাক মধ্যাহ্নভোজন। মাত্র দশ টাকায় মিলবে ভাত, ডাল, দুরকম তরকারি এমনকী চাটনিও!

বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহনের ভাবনার বাস্তবায়নে উদ্যোগী পুরসভাও।

বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ডের পরিত্যক্ত যাত্রীনিবাসে শিগগিরই চালু হচ্ছে এই  দশ টাকার হোটেল।

নানা মহলে আলোচনার পর গত উনিশে এপ্রিল বর্ধমান টাউন হলে আয়োজিত এক সভায় পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত হয় । জেলাশাসক ও পুরপ্রধান ছাড়াও শহরের ব্যবসায়ী থেকে সমাজসেবী, এমনকী রাজনৈতিক ব্যক্তিত্বরাও সভায় উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতা নিয়ে এই পরিষেবা চালানোর আহবানে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।

জানা গেছে, সস্তার ওই লাঞ্চের জন্য মাথাপিছু খরচ পড়বে পঁচিশ টাকা।তবে ভরতুকি দিয়েই দশ টাকার  এই পরিষেবা চালানো হবে। সকাল দশটা থেকে বারোটার মধ্যে কুপন সংগ্রহ করলেই মিলবে এই দশ টাকার লাঞ্চ।

 

.