জামুরিয়া: প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তুললেন প্রেমিকা। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তরুণী। অভিযুক্ত পলাতক। পুলিসি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন প্রেমিকা।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পতিরাম উত্তর রায়পুর। এই গ্রামেরই এক তরুণীর সঙ্গে পারপতিরামের বাসিন্দা রাকেশ গুপ্তার পরিচয় হয় দুবছর আগে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। স্থানীয় একটি নার্সিংহোমে রাকেশ জোর করে তাঁর গর্ভপাত করান বলে অভিযোগ। তার পর থেকেই সম্পর্কের কথা অস্বীকার করতে থাকেন রাকেশ।
এর পরেই পুলিসের দ্বারস্থ হন ওই তরুণী। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাকেশের বিরুদ্ধে। রাকেশ পলাতক। এখনও তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিস। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই তরুণী। জেলা পুলিসের তরফে এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
প্রেমিকের সহবাস-প্রেমিকার বিশ্বাসভঙ্গ