লল্লাটের লটারিতে নজিরবিহীন ধোকা
কপাল ফেরার আশায় টিকিট কেটে লটারির আসরে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। কিন্তু কিছু তো জুটলই না, উল্টে চোখ খোয়ানোর আশঙ্কায় এখন জেরবার আমতার চাঁদনির বাসিন্দারা।
ওয়েব ডেস্ক: কপাল ফেরার আশায় টিকিট কেটে লটারির আসরে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। কিন্তু কিছু তো জুটলই না, উল্টে চোখ খোয়ানোর আশঙ্কায় এখন জেরবার আমতার চাঁদনির বাসিন্দারা।
দুঃস্থদের সাহায্যের জন্য হাওড়ার আমতার প্রগতি সংঘ রবিবার একদিনের লটারি প্রতিযোগিতার আয়োজন করে। একশো টাকার টিকিটের বিনিময়ে রীতিমতো পুরস্কারের ছড়াছড়ি। রবিবার সেই খেলা দেখতে ভিড় জমিয়েই এলাকার মানুষ এখন ঘোর বিপাকে। রাতে লটারির ফল তো জানাই যায়নি। বরং সোমবার সকাল থেকেই হাসপাতালে চোখের যন্ত্রণায় জেরবার মানুষের দীর্ঘ লাইন।
খবর ছড়াতেই ওই ক্লাবকর্তারা উধাও। ক্লাবঘরেও তালা। সোমবার জনরোষ আছড়ে পড়ে । লটারির নামে ভাঁওতা দিতেই আসরের আলো মারফত রাসায়নিক ছড়ানো হয় বলে এলাকাবাসীর অভিযোগ। পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা।
চোখের সমস্যা নিয়ে ততক্ষণে হাসপাতালে ভিড় জমিয়েছেন আরও বহু মানুষ। লটারির আয়োজকদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা। পুলিস লাঠি চালিয়ে পরিস্থিতি সামাল দেয়। তদন্ত শুরু করেছে পুলিস।