তীরে এসে তরী ডুববে বামেদের? শিলিগুড়ির দখল চায় তৃণমূল

চাই মাত্র ১ জন কাউন্সিলর। শিলিগুড়িতে তুড়ি মেরেই তা করে ফেলবেন, এমনই কনফিডেন্ট ছিলেন অশোক ভট্টাচার্য। কিন্তু, বামফ্রন্টের তীরে আসা তরী ডোবাতে উঠে পড়ে লেগেছে তৃণমূলও। তাহলে কি শিলিগুড়িতে এবার শুরু হবে কাউন্সিলর কেনা বেচার খেলা?

Updated By: May 3, 2015, 11:52 PM IST
তীরে এসে তরী ডুববে বামেদের? শিলিগুড়ির দখল চায় তৃণমূল

ওয়েব ডেস্ক: চাই মাত্র ১ জন কাউন্সিলর। শিলিগুড়িতে তুড়ি মেরেই তা করে ফেলবেন, এমনই কনফিডেন্ট ছিলেন অশোক ভট্টাচার্য। কিন্তু, বামফ্রন্টের তীরে আসা তরী ডোবাতে উঠে পড়ে লেগেছে তৃণমূলও। তাহলে কি শিলিগুড়িতে এবার শুরু হবে কাউন্সিলর কেনা বেচার খেলা?

পুরভোটের রেজাল্ট বেরনোর দিন থেকেই আলোচনায় অশোক ভট্টাচার্যের শিলিগুড়ি মডেল। কিন্তু, বামেরাই যে শিলিগুড়িতে বোর্ড তৈরি করবে তা ভোটের ফল বেরনোর পর সপ্তাহ পেরোতে চললেও বলা যাচ্ছে না। কারণ একটাই। বামেদের থেকে বেশ খানিকটা পিছিয়ে থেকেও শিলিগুড়ি দখলে মরিয়া তৃণমূল।

শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডের মধ্যে ১৭ টি পেয়েছে তৃণমূল। ২৩ ওয়ার্ড বামেদের দখলে। ৪ টি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস। ২ টিতে বিজেপি। ১ টি ওয়ার্ড নির্দল প্রার্থীর দখলে। নির্দল প্রার্থী অরবিন্দ ঘোষের সমর্থন আদায় করতে পারলেই বোর্ড বামেদের। কিন্তু, কোন অঙ্কে তৃণমূল এতটা কনফিডেন্ট? সব বাম -বিরোধী যে শিলিগুড়িতে এক জোট হচ্ছে না তা পরিষ্কার অধীর চৌধুরীর কথায়। তৃণমূল নয় বরং বামেদের সমর্থনের ইঙ্গিতই মিলেছে প্রদেশ সভাপতির কথায়।

নেপালে ত্রাণ পৌছতে সোমবার পানিট্যাঙ্কি যাবেন মুখ্যমন্ত্রী। তার আগে শিলিগুড়িতে তৃণমূল ঘোড়া কেনাবেচার খেলায় নেমেছে বলে অভিযোগ বিরোধীদের। অন্য দলের জয়ী কাউন্সিলরদের কাছে ঘাসফুলের নেতারা নানারকম প্রস্তাব-প্রলোভন নিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।  

কিন্তু এই হর্স ট্রেডিংয়েও কি সুবিধাজনক অবস্থানে রয়েছে তৃণমূল? শিলিগুড়ির স্থানীয় নেতাদের অনেকেই এর বিপক্ষে। তাদের মতে বিধানসভা ভোটের আগে এমন পদক্ষেপ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে।  তা ছাড়া ফরোয়ার্ড ব্লক আরএসপি কাউন্সিলরাও বাম ঐক্য ভাঙতে নারাজ। রয়েছে তৃণমূল শিবিরে অন্তর্ঘাতের আশঙ্কাও। ফলে শেষ পর্যন্ত কোন ফর্মুলায় তৃণমূলের ১৭ হঠাৎ ২৪ হবে তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে টানটান উত্তেজনা শিলিগুড়ির রাজনীতিতে।

.