ভোট গণনা: LIVE
সকাল ৮টা: শুরু হল ভোট গণনা। মোট ৩২৯টি ব্লকে চলছে গণনা।
২টা ৫৫: বর্ধমানের সিপিআইএমের দুই মহিলা প্রার্থীকে অপহরণের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
১টা্ ৫৫: উত্তর ২৪ পরগনার আমডাঙার তারাবেরিয়া ২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ভোটের দিন খুন হয়েছিলেন মাদারবক্স মল্লিক। পুনর্নির্বাচন হয় ওই কেন্দ্রে।
১টা ৫০: সুটিয়ায় বরুণ বিশ্বাসের বুথে জয়ী তৃণমূল।
১টা ৪০: বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে জয়ী তৃণমূল, ৬টিতে জয়ী নির্দল।
১টা ৩০: হাওড়ার ১টি পঞ্চায়েত সমিতিতে জয়ী তৃণমূল।
১টা ২৫: মালদহে খারাপ শুরু তৃণমূলের। ১৪টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষিত। ১০টি বামেদের দখলে, ৪টি কংগ্রেসের
১টা ২০: দঃ ২৪ পরগনার ৫২টি গ্রাম পঞ্চায়েত পেল তৃণমূল, ১৫টি বামেদের দখলে, ৭টিতে জয়ী কংগ্রেস
১টা ১০: পশ্চিম মেদিনীপুরে খাবুরদা পঞ্চায়েত বামেদের দখলে। এই পঞ্চায়েতেই ভোটার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ভোটের দিন প্রশ্নের মুখে পড়েন তিনি।
১টা: বীরভূমের নানুরে সব কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস। এই নানুরেই সন্ত্রাসের অভিযোগে সরব ছিল বিরোধীরা।
সিঙ্গুরে ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টিতে এগিয়ে সিপিআইএম।
১. মির্জাপুর-বাঁকেপুর
২. আনন্দপুর
৩. বরা, এই ৩টি গ্রাম পঞ্চায়েতে জযের সম্ভাবনা বামেদের। বাকি ১২টিতে এগিয়ে তৃণমূল।
১২টা ৫০: পশ্চিম মেদিনীপুরে ৬৩টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষিত। ৬১টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস, ১টি পঞ্চায়েত কংগ্রেসের দখলে
১২টা ৩৫: মালদহের গাজোলে ৮টি গ্রাম পঞ্চায়েত ঘোষিত। ৬টিতে জয়ী বামফ্রন্ট, দুটিতে জয়ী কংগ্রেস, সালাইভাঙা গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু।
১২টা ৩০: বীরভূমে অনুব্রত মণ্ডলের এলাকায় ৬টি গ্রাম পঞ্চায়েতের ৫টিতে জয়ী নির্দল, ১টিতে তৃণমূল।
ভোটে অশান্তির খবর পড়তে ক্লিক করুন
১২টা ১৫: চণ্ডীতলা ১নং ব্লকে নবাবপুরে জয়ী তৃণমূল, কৃষ্ণরামপুর তৃণমূলের দখলে, ২ নং ব্লকের বেগমপুরে জয়ী তৃণমূল।
হলদিয়ার দেবর গ্রাম পঞ্চায়েত বামেদের থেকে ছিনিয়ে নিল তৃণমূল।
বাঁকুড়া সোনামুখীর ২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
ওন্দার ৩টি গ্রাম পঞ্চায়েতে জয়ী বামফ্রন্ট।
ইন্দাসের আটুড়ি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল।
রায়পুর, কুন্দা তৃণমূলের দখলে।
১২টা-পুড়শুড়া ৮টি গ্রাম পঞ্চায়েতেই জয়ী তৃণমূল কংগ্রেস।
১১টা ৫০: কোলাঘাট ১ নং ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত বামেদের দখলে, আরও ৮টিতে এগিয়ে।
ভোটের সময় অশান্তির ভি়ডিও দেখতে ক্লিক করুন
১১টা ৪০: উত্তর ২৪ পরগনার বেরভুম ও রাওতারা গ্রাম পঞ্চায়েত জিতল বামেরা।
১১টা ৩৫: সিঙ্গুরে ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬টির ফল ঘোষিত। ৫টিতে জয়ী তৃণমূল, ১টিতে জয়ী বামফ্রন্ট।
১১টা ৩০: বীরভূমের লাভপুরে ১১টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। দুবরাজপুরের ১০টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষিত। তৃণমূল জয়ী ৯টি তে, ১টি বামেদের দখলে।
১১টা ২৫: হুগলির খানাকুল ২নং ব্লকের জগতপুরে ফলাফল উল্টে দেওয়ার অভিযোগ। কমিশনে অভিযোগ জানালেন নির্দল প্রার্থী মানিক মান্না। প্রথমে ঘোষণা করা হয় নির্দল ৪১৪, তৃণমূল ২৫৫। পরে তৃণমূলকে জয়ী ঘোষণা করা হয়।
১১টা ১২: কাঁথির ৩ নং ব্লকের কুসুমপুর ও সীতাহাটার কুঁকড়াহাটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বামেরা।
১১টা ১০: বর্ধমানে ৫টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষিত। রায়ান গ্রাম তৃণমূলের দখলে, রানিদঞ্জে ৩টি গ্রাম পঞ্চায়েত জিতল তৃণমূল, বন্ডুল বিএসপি-র দখলে
হুগলির গোঘাটে দুর্ঘটনায় আহত পুলিসকর্মী সংগ্রাম চৌধুরী। তাঁর পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়।
১১টা ৫: কোচবিহারের ধলকল, মাথাবাড়ি ১,২, সুখতাবাড়ি ১, ফুলেশ্বরী, চিলিখানা গ্রাম প়ঞ্চায়েত তৃণমূলের দখলে। চিলিখানা ত্রিশঙ্কু-তৃণমূল ৭, বাম-৭
১০টা ৫৫: নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের, নির্দলের দখলে গেল বয়াল।
বীরভূমের বনহাট, পুরুলিয়ার লোবা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, হলদিয়া চৈতন্যপুরে জিতল সিপিআইএম
১০টা ৫০: ঘোষিত আসন ৫৬৮, তৃণমূল ৩৩৮, বামফ্রন্ট ১৫০, কংগ্রেস ৮০।
১০টা ৪৫: দক্ষিণ ২৪ পরগনায় ৬টি আসনে জয়ী তৃণমূল।
১০টা ৪০: কুচবিহারের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিআইএম।
১০টা ৩০: ১৪৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলেরস, ৩১টি বামেদের, কংগ্রেসের দখলে ৫টি
১০টা: বীরভূমের খটঙ্গা গ্রাম পঞ্চায়েত দিতল বামফ্রন্ট। নলহাটির পাইকপাড়ায় জিতল বামফ্রন্ট, কুসুম্বা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
সকাল ৯টা ৫৫: দক্ষিণ দিনাজপুরে প্রথম রাউন্ড শেষে ২০ টি আসনে এগিয়ে তৃণমূল, ১৮টিতে বামফ্রন্ট, ২টি আসনে এগিয়ে কংগ্রেস।
৯টা ৫০: লালগড়ে এখনও শুরু হয়নি ভোটগণনা।
৯টা ৩৫: বর্ধমানের মেমেরিতে মহিলা কর্মী সমর্থকদের মারধর। কেড়ে নেওয়া হল পরিচয়পত্র।
৯টা ৩০: পুরুলিয়া ৫টি আসনে এগিয়ে বামফ্রন্ট, ৪টিতে তৃণমূল।
সকাল ৯টা ১৫: হাওড়ায় ১৫৭টি আসনের মধ্যে ১০টিতে এগিয়ে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ১৬টি আসনে এগিয়ে, বামফ্রন্ট ২।
সকাল ৯টা ১০: কাঁথি ১ নং ব্লকে ১৪৪ ধারা অগ্রাহ্য করে তৃণমূলের জমায়েত। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।
সকাল ৯টা: গণনা শুরপ হতেই বর্ধমানে অশান্তি। বিরোধী এজেন্টদের মারধর। গণনা কেন্দ্রে ঢুকতে বাধা। রায়নার শ্যামসুন্দরে গণনা কেন্দ্রের বাইরে সিপিআইএম এজেন্টদের বিক্ষোভ। ঝাড়গ্রামে ভোটগণনা শুরু।
সকাল ৮টা: শুরু হল ভোট গণনা। মোট ৩২৯টি ব্লকে চলছে গণনা।