কামদুনি প্রতিবাদী মঞ্চের বিক্ষোভে পুলিসের লাঠি, গ্রেফতার নির্যাতিতার ভাই সহ ১১

কামদুনি প্রতিবাদী মঞ্চের বিক্ষোভে লাঠি চালাল পুলিস। গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার ভাই সহ এগারো জনকে। আজ সকাল থেকেই কামদুনি কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সরব ছিল কামদুনি প্রতিবাদ মঞ্চ। নগর দায়রা আদালত চত্বরে বিক্ষোভ-মিছিলে অংশ নেন কামদুনির মহিলারা। উপস্থিত ছিলেন মৌসুমী কয়াল, শিক্ষক প্রদীপ মুখার্জি সহ আরও অনেকে।     

Updated By: Sep 10, 2013, 06:13 PM IST

কামদুনি প্রতিবাদী মঞ্চের বিক্ষোভে লাঠি চালাল পুলিস। গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার ভাই সহ এগারো জনকে। আজ সকাল থেকেই কামদুনি কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সরব ছিল কামদুনি প্রতিবাদ মঞ্চ। নগর দায়রা আদালত চত্বরে বিক্ষোভ-মিছিলে অংশ নেন কামদুনির মহিলারা। উপস্থিত ছিলেন মৌসুমী কয়াল, শিক্ষক প্রদীপ মুখার্জি সহ আরও অনেকে।     
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চার্জগঠন হল কামদুনি মামলায়। অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে খুন এবং গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি যড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। আজ নগর দায়রা আদালতে কামদুনি মামলার চার্জ গঠন হয়। এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ।  

.