বেহালা থেকে কপ্টারে চড়ে মাত্র আধ ঘণ্টায় শান্তিনিকেতনে গেলেন প্রসেনজিত্‍, সৃজিত

কলকাতা থেকে মাত্র ৩০ মিনিটে পৌছে যাওয়া যাবে শান্তিনিকেতন। আজ থেকেই কলকাতা-শান্তিনিকেতন হেলিকপ্টার পরিষেবা চালু হল। বেহালা ফ্লাইং ক্লাব থেকে প্রথম উড়ানে শান্তিনিকেতন পাড়ি দেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।

Updated By: Jan 12, 2014, 08:04 PM IST

কলকাতা থেকে মাত্র ৩০ মিনিটে পৌছে যাওয়া যাবে শান্তিনিকেতন। আজ থেকেই কলকাতা-শান্তিনিকেতন হেলিকপ্টার পরিষেবা চালু হল। বেহালা ফ্লাইং ক্লাব থেকে প্রথম উড়ানে শান্তিনিকেতন পাড়ি দেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।

গোটা রাজ্যই যেন চলে আসছে হাতের মুঠোয়। কলকাতা থেকে যে শান্তিনিকেতনে যেতে অন্তত আড়াই ঘণ্টা সময় লাগত এবার সেখানেই পৌছে যাওয়া যাবে মাত্র আধঘণ্টায়। সৌজন্যে হেলিকপ্টার পরিষেবা। শান্তিনিকেতন যেতে রবিবার সেই আকাশ পথকেই বেছে নিলেন অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। বেহালা ফ্লাইং ক্লাব থেকে রবিবার শান্তিনিকেতন যাওয়ার প্রথম উড়ানে তাঁর সঙ্গী ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

বোলপুরের ডাকবাংলো মাঠে প্রসেনজিত্‍-সৃজিতকে অভ্যর্থনা জানাতে বাউল গানের আয়োজন করা হয়েছিল।

রাজ্যের পাঁচ জায়গায় হেলিকপ্টার পরিষেবা চালু করার ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। ঠিক হয়েছে সপ্তাহের বিভিন্ন দিনে বেহালা ফ্লাইং ক্লাব থেকে একে একে দুর্গাপুর, শান্তিনিকেতন, গঙ্গাসাগর, মালদা ও বালুরঘাটের উদ্দেশে উড়বে পবনহংসের হেলিকপ্টার। এজন্য কেন্দ্রীয় বিমান মন্ত্রকের অধীনস্থ পবনহংস সংস্থা থেকে একটি আট আসনের হেলিকপ্টার ভাড়াও নিয়েছে রাজ্য। ২৯ ডিসেম্বরই গঙ্গাসাগর যাওয়ার পরিষেবা চালু হয়েছে। আকাশপথে শান্তিনিকেতন যাওয়ার সুযোগও এবারে হাতে এসে গেল।

.